নয়াদিল্লি, ২ জানুয়ারি (হি.স.): ফের আগুন-আতঙ্ক রাজধানী দিল্লিতে| বৃহস্পতিবার সকালে উত্তর-পশ্চিম দিল্লির পীরাগড়হি এলাকায় অবস্থিত একটি ব্যাটারির কারখানায় আগুন লাগে| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন| দমকল কর্মীরা আগুন নেভানোর সময় বিস্ফোরণে ভেঙে পড়ে ব্যাটারি কারখানার পিছনের একাংশ| ধ্বংসসস্তূপের নীচে চাপা পড়ে যান দমকল কর্মীরা| ওই কারখানায় কয়েকজন শ্রমিকও ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান| এরপর খবর দেওয়া হয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-কে| এনডিআরএফ এবং দমকল কর্মীরা উদ্ধারকাজ চালিয়ে ১৮ জনকে আহত অবস্থায় উদ্ধার করেন| আহত ১৮ জনের মধ্যে ১৩ জনই দমকল কর্মী| আহত দমকল কর্মীদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে| অতিরিক্ত ডিএসপি (আউটার) রাজেন্দ্র সাগর জানিয়েছেন, আগুন নেভানোর সময় আচমকাই বিস্ফোরণের জেরে কারখানায় পিছনের একাংশ ভেঙে পড়ে| এই ঘটনায় ১৭ জন আহত হয়েছেন, তাঁদের মধ্যে ১২ জন দমকল কর্মী| একজনের মৃত্যু হয়েছে| আগুন এখন নিয়ন্ত্রণে|’ এই অগ্নিকাণ্ডে দমকল কর্মীর মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল| টুইট করে অরবিন্দ কেজরিওয়ালের শোকবার্তা, ‘আগুন থেকে মানুষকে বাঁচাতে গিয়ে দমকল কর্মীর মৃত্যু বেদনাদায়ক| আমাদের দমকল কর্মীরা কঠিন পরিস্থিতিতেও নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যদের জীবন বাঁচান| ওই দমকল কর্মীর আত্মার শান্তি কামনা করি|’
পুলিশ ও দমকল সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল ৪.৩০ মিনিট নাগাদ ব্যাটারির কারখানায় আগুন লাগে| আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ঘটনাস্থলে যায় দমকলের ৩৫টি ইঞ্জিন| সকাল ন’টা নাগাদ আচমকাই বিপত্তি| তীব্র বিস্ফোরণে ভেঙে পড়ে কারখানায় পিছনের একাংশ| ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান ১৩ জন দমকল কর্মী-সহ ১৮ জন| আগুন নেভানোর পাশাপাশি ধ্বংসস্তূপ সরিয়ে তাঁদের উদ্ধার করার চেষ্টা করা হয়| ঘন্টাখানেকেরও বেশি সময়ের প্রচেষ্টায় আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয় ১৩ জন দমকল কর্মী-সহ ১৮ জনকে| তাঁদের মধ্যেই একজন দমকল কর্মীর মৃত্যু হয়েছে| দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, কারখানায় থাকা একাধিক ব্যাটারি প্রচণ্ড গরম হওয়ার কারণেই বিস্ফোরণ হয়েছে|
দমকল কর্মীরা জানিয়েছেন, এদিন আগুন নেভাতেও যথেষ্ট বেগ পেতে হয়েছে| কারণ, কারখানায় প্রচুর পরিমাণে রাসায়নিক মজুত ছিল| ফলে তীব্র ঝাঁঝালো ধোঁয়ায় কারখানার কাছে যেতে পারছিলেন না দমকল কর্মীরা| পরে অবশ্য মুখোশ ও অন্যান্য সরঞ্জাম নিয়ে আগুন নিভিয়ে ফেলা হয়| দমকল সার্ভিসের ডেপুটি চিফ ধরমপাল ভরদ্বাজ জানিয়েছেন, বিস্ফোরণের জেরে দমকল কর্মীরা আহত হয়েছেন| প্রত্যেককেই উদ্ধার করা হয়| প্রাণ হারিয়েছেন একজন দমকল কর্মী| আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে|