ক্যান্সারের ওষুধের বরাত বাতিল : দুর্নীতি নয়, প্রক্রিয়াগত ত্রুটির জন্যই এই রায় হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর৷৷ দুর্নীতি নয়, প্রক্রিয়াগত ত্রুটির জন্যই ক্যান্সারের চিকিৎসায় জীবনদায়ী ওষুধ সরবরাহের বরাত বাতিল করেছে ত্রিপুরা হাইকোর্ট৷ সিপিএমের অপপ্রচারের জবাবে এই দাবি করল বিজেপি৷ ত্রিপুরায় গত ২৭ নভেম্বর উচ্চ আদালত ক্যান্সারের চিকিৎসা জীবনদায়ী ওষুধ সরবরাহের বরাত বাতিল করেছে৷ তাতে, সিপিএম ত্রিপুরা সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে৷ সেই অভিযোগ শাসক দল বিজেপি পত্রপাঠ খারিজ করে দিয়েছে৷


শনিবার সাংবাদিক সম্মেলনে বিজেপি প্রদেশ কমিটির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বলেন, ত্রিপুরায় বাম আমলে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছিল৷ তাই বর্তমান রাজ্য সরকারকে তারা কলঙ্কিত করার চেষ্টা করছে৷ তিনি দাবি করেন, ২০ মাসে একটিও দুর্নীতির ঘটনা ঘটেনি৷


এদিকে, বিজেপির প্রদেশ কমিটির প্রধান মুখপাত্র ডাঃ অশোক সিনহা বলেন, বাম আমলে প্রত্যেকটা দুর্নীতির তথ্য প্রমাণ সহ বিরোধিরা জনসমক্ষে আনতেন৷ অথচ এখন তারা ক্ষমতা হারিয়ে সত্যতা যাচাই না করেই দুর্নীতি নিয়ে হইচই শুরু করেছে৷ তিনি বিদ্রূপ করে বলেন, সাংসদ জীতেন্দ্র চৌধুরীও প্রকৃত সত্য না জেনেই এবং ত্রিপুরা হাইকোর্টের রায় খতিয়ে না দেখে সমালোচনায় মুখর হয়েছেন৷
এদিন তিনি বলেন, ক্যান্সারের চিকিৎসায় জীবনদায়ী ওষুধ সরবরাহের সর্বনিম্ন দরদাতাকেই বরাত দেওয়া হয়েছে৷ তাতে, নূ্যনতম কুড়ি হাজার টাকা সাশ্রয় হয়েছে৷ তাঁর দাবি, অকারণে অতিরিক্ত টাকা খরচ করার অভিপ্রায় নেই বর্তমান ত্রিপুরা সরকারের৷

তিনি বলেন, ওই বরাতকে ত্রিপুরা হাইকোর্টে আপত্তি জানিয়ে মামলা হয়েছিল৷ তাতে, প্রক্রিয়াগত ত্রুটির কারণে ত্রিপুরা হাইকোর্ট ওই বরাত বাতিল করেছে৷ তাঁর দাবি, দুর্নীতি হয়েছে বলে উচ্চ আদালত রায়ে বলেনি৷ তাই, যারা বরাত পেয়েছিল তাদেরকেও নতুন ওষুধ সরবরাহকারী সংস্থার সাথে চুক্তি না হওয়া পর্যন্ত ওষুধ সরবরাহের সুযোগ দিয়েছে উচ্চ আদালত৷ তিনি প্রশ্ণ ছুঁড়ে বলেন, দুর্নীতি হলে হাইকোর্ট আগের সংস্থাকেই কেন, ওষুধ সরবরাহ করতে বলেছে৷ তিনি দাবি করেন, বিরোধিতার নামে সিপিএম মিথ্যা চেঁচামেচি করছে৷ কিন্তু তাদের ওই হইচই মানুষের কাছে হাস্যাস্পদ বলে মনে হচ্ছে, বিদ্রুপের সুরে বলেন তিনি৷