![](https://jagarantripura.com/wp-content/uploads/2019/11/5-onion-un-branded-no-whole-original-imafdsyg4ykqcyt4.jpeg)
পাটনা, ৩০ নভেম্বর (হি.স.): প্রায় দু’মাস ধরে পেঁয়াজের ঝাঁঝে নাস্তানাবুদ গোটা দেশ| পেঁয়াজের সঠিক দাম না পেয়ে হাউ হাউ করে কাঁদছেন চাষিরা, তেমনই বাজারে গিয়ে মাথায় হাত মধ্যবিত্তের| কোথাও ৮০, কোথাও আবার ১০০ টাকা কেজি দরেও বিক্রি হচ্ছে পেঁয়াজ| ফলে চিন্তায় রয়েছেন সাধারণ মানুষ| আকাশছোঁয়া পেঁয়াজের দাম থেকে পাটনাবাসীকে খানিকটা স্বস্তি দিল বিহার রাজ্য কো-অপারেটিভ মার্কেটিং ইউনিয়ন লিমিটেড| শনিবার বিহার রাজ্য কো-অপারেটিভ মার্কেটিং ইউনিয়ন লিমিটেড-এর কাউন্টারে ৩৫ টাকা কেজি দরে বিক্রি করা হল পেঁয়াজ| সস্তায় পেঁয়াজ কিনতে সকাল থেকেই কাউন্টারে ভিড় ছিল চোখে পড়ার মতো| সস্তায় পেঁয়াজ কিনতে পেরে খুশি ক্রেতারা|
সস্তায় পেঁয়াজ বিক্রি হলেও, কাউন্টারের কর্মীদের মাথায় ছিল হেলমেট| কিন্তু কেন? রোহিত কুমার নামে একজন আধিকারিক জানিয়েছেন, ‘জনগণের ক্ষোভের কারণে পাথর ছোঁড়ার মতো ঘটনা ঘটতেই পারে, তাই বিকল্প হিসেবে মাথায় হেলমেট ব্যবহার করা হচ্ছে| যেহেতু আমাদের কোনও সুরক্ষা নেই|’ দেশের মধ্যে সবচেয়ে বেশি পেঁয়াজ চাষ হয় মহারাষ্ট্রে| দেশের ৭০ শতাংশ পেঁয়াজ উত্পন্ন হয় মহারাষ্ট্রেই| এরপর রয়েছে কর্ণাটক, গুজরাট, বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা প্রভৃতি রাজ্য| বন্যার কারণে এবার প্রচুর পেঁয়াজ নষ্ট হয়েছে| তাই এই দূরাবস্থা|