উত্তরাখণ্ডের চারটি জেলায় ভারী তুষারপাতের সম্ভাবনা, সতর্কতা জারি

দেহরাদূন, ২৫ নভেম্বর (হি.স.): ফের ভারী তুষারপাতের সম্ভাবনা উত্তরাখণ্ডে| ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে উত্তরাখণ্ডের চারটি জেলায়, যথাক্রমে-উত্তরকাশী, চামোলি, রুদ্রপ্রয়াগ এবং পিথোরগড়ে| মঙ্গলবারই ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে| তাই আবহাওয়া দফতরের পক্ষ থেকে এই চারটি জেলায় সতর্কতা জারি করা হয়েছে|

সোমবার আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের অধিকর্তা বিক্রম সিং জানিয়েছেন, আগামী পাঁচ দিন রাজ্যের আকাশ আংশিক মেঘলা থাকবে| বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে| ৩০০০ মিটার অথবা আরও উঁচু পার্বত্য অঞ্চলগুলিতে তুষারপাতে সম্ভাবনা রয়েছে| বিক্রম সিং আরও জানিয়েছেন, মঙ্গলবার, ২৬ নভেম্বর উত্তরাখণ্ডের উত্তরকাশী, চামোলি, রুদ্রপ্রয়াগ এবং পিথোরগড় জেলায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে| ভারী তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে এই চারটি জেলায়|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *