হাইকোর্টের প্রধান বিচারপতিকে সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর ৷৷ ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অখিল আব্দুল হামিদ কুরেশিকে ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বৃহস্পতিবার সংবর্ধনা জাপন করা হয়৷

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধনা গ্রহণ করে রাজ্যপাল অখিল আব্দুল হামিদ কুরেশি বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস বৃদ্ধির জন্য আইনজীবী, বিচারপতি সহ সকলের সহযোগিতা আহ্বান করেছেন৷ তিনি বলেন, বিচার ব্যবস্থা শক্তিশালী করার মধ্য দিয়েই গণতন্ত্রকে সমৃদ্ধ করা সম্ভব৷

সকলকে নিজ নিজ দায়িত্ব যথাযথ ভাবে পালন করার আহ্বান জানিয়েছেন তিনি৷ শপথ গ্রহণ অনুষ্ঠানে হাইকোর্টের অন্যান্য বিচারপতি এবং আইনজীবীদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *