নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৮ নভেম্বর ৷৷ যান সন্ত্রাস যেন এই রাজ্যে একটি অভিশান ৷ প্রতিদিন কোনো না কোনো স্থানে যান দুর্ঘটনা ঘটেই চলছে৷ সোমবারও তার ব্যতিক্রম ঘটেনি৷ মোটর চালিত রিক্সা এবং একটি ইট ভাট্টার মাল বহনকারী গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত দুই জন৷
![](https://jagarantripura.com/wp-content/uploads/2016/11/ACCIDENT.jpg)
ঘটনা অমরপুর বিওসি সংলগ্ণ এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায়, অমরপুর মোটরস্ট্যান্ড থেকে চন্ডিবাড়ির দিকে আসছিলো মোটর চালিত রিক্সাটি অপরদিকে মোটরস্ট্যান্ডের দিকে যাচ্ছিলো টিআর০৩বি-১৮২৪ নম্বরের মালবাহী গাড়িটি৷ মহকুমার পুরাতন বিওসি সংলগ্ণ এলাকায় আসতেই রিক্সা এবং গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে৷ তাতে রিকশা আরোহ ছিটকে পড়ে যায় রাস্তায়৷ সাথে সাথে অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীরা এসে গুরুতর অবস্থায় গীতা সরকার (৫০) নামে ওই মহিলাকে নিয়ে যায় অমরপুর মহকুমা হাসপাতালে৷
অবস্থা সঙ্কটজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর সঙ্গে সঙ্গে রেফার করে গোমতী জেলা হাসপাতালে৷ অল্প বিস্তর আঘাত পায় রিক্সা চালক৷ তবে প্রত্যক্ষদর্শীরা জানান মোটর চালিত রিক্সার গতিবেগ বেশি থাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে৷