এডিসিকে অধিক ক্ষমতা, কেন্দ্রীয় উপজাতি কল্যাণ মন্ত্রীর সাথে সাক্ষাৎ রাজ্যের সাংসদ ও বিধায়কদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর ৷৷ এডিসিকে অধিক ক্ষমতায় দেওয়ার দাবিতে কেন্দ্রীয় উপজাতি কল্যাণ মন্ত্রির সাথে দেখা করলেন সাংসদ প্রতিমা ভৌমিক ও সাংসদ রেবতি ত্রিপুরা৷ তাঁদের সাথে ছিলেন বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক পরিমল দেববর্মা এবং বিধায়ক প্রমোদ রিয়াং৷ বৈঠকে এডিসির অধীক ক্ষমতায়নে কেন্দ্রীয় মন্ত্রীর ইতিবাচক সাড়া মিলেছে বলে দাবি করেন প্রতিমা ভৌমিক৷ তিনি জানান, আগামীকাল সংসদ ভবনে এই বিষয় নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সাথে স্ববিস্তারে আলোচনা হবে৷


প্রসঙ্গত, এডিসি নির্বাচন দরজায় কড়া নাড়ছে৷ ফলে, নির্বাচনের আগেই ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদকে টেরিটোরিয়াল কাউন্সিলে রূপান্তর করতে চাইছে শাসক দল বিজেপি৷ কেন্দ্রীয় মন্ত্রিসভা ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদকে টেরিটোরিয়াল কাউন্সিলে রূপান্তরের অনুমোদন দিয়েছে৷ কিন্তু, সংবিধান সংশোধন ছাড়া এই টেরিটোরিয়াল কাউন্সিলে এডিসিকে রূপান্তর করা সম্ভব হচ্ছে না৷ সম্প্রতি, কেন্দ্রীয় সরকার সংবিধানের ১২৫তম সংশোধনী বিল আনার ক্ষেত্রে এডিসির প্রসঙ্গে রাজ্য সরকারের মতামত জানতে চেয়েছে৷ সে মোতাবেক ১৫টি প্রশ্ণমালা রাজ্যের মুখ্য সচিবকে পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার৷


আজ নয়াদিল্লিতে রাজ্যের তিন বিধায়ককে সাথে নিয়ে দুই সাংসদ কেন্দ্রীয় উপজাতি কল্যাণ মন্ত্রী অজুর্ন মুন্ডার সাথে দেখা করেছেন৷ তাঁদের ওই সাক্ষাতে এডিসি নিয়ে আলোচনা হয়েছে৷ দিল্লি থেকে টেলিফোনে সাংসদ প্রতিমা ভৌমিক জানিয়েছেন, সংসদের শীতকালীন অধিবেশনে সংবিধানের ১২৫তম সংশোধনী বিল পেশ হতে পারে৷ তাই, রাজ্যের তিনি জনজাতি বিধায়কদের নিয়ে কেন্দ্রীয় উপজাতি কল্যাণ মন্ত্রীর সাথে এডিসি প্রসঙ্গে আলোচনা করেছি৷ পৃথক টেরিটোরিয়াল কাউন্সিল গঠনের ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রত্যাশা জানিয়েছি৷ তিনি বলেন, আগামীকাল সকালে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে৷ তিনি আশা প্রকাশ করে বলেন, এডিসির অধীক ক্ষমতায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কেন্দ্রীয় সরকার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *