সংসৃকতি জাতির পরিচয় বহন করে : উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর৷৷ সংসৃকতি একটি জাতির পরিচয় বহন করে৷ সংসৃকতি সমৃদ্ধ হলে দেশ ও সমাজ বিকশিত হয়৷ আজ অমরপুরের ছবিমুড়ায় জমাতিয়া হদার এক সাংসৃকতিক কেন্দ্রের উদ্বোধন করে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা একথা বলেন৷


তাঁর কথায়, জমাতিয়া হদার জন্য এখানে যে সাংসৃকতিক কেন্দ্রের উদ্বোধন হলো সেখান থেকে সঠিক দিশায় সমাজ ও সংসৃকতির বিকাশে কাজ পরিচালনা হবে৷ এই কাজ পরিচালনা করবেন জমাতিয়া হদারা৷ তাঁর মতে, জমাতিয়া হদা এমন একটা সংগঠন যে সংগঠন সমাজের উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে৷ এই সাংসৃকতিক কেন্দ্রের পরিসর ভবিষ্যতে আরও বড় হবে৷ এদিন উপমুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের প্রতিটি জনজাতি গোষ্ঠীর সংসৃকতির বিকাশে রাজ্য সরকার পদক্ষেপ নিয়েছে৷ প্রতিটি জনজাতি গোষ্ঠীর সংসৃকতির বিকাশ ঘটাতে পারলেই জাতিগোষ্ঠীর পরিচয় রক্ষা করা যাবে৷


উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দাস, অমরপুর বিএসি-র চেয়ারম্যান সঞ্জয় জমাতিয়া, জমাতিয়া হদার অক্রাগণ এবং গ্রামোন্নয়ন দপ্তরের আধিকারিকগণ৷ উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রামোন্নয়ন দপ্তরের নির্বাহী বাস্তুকার দুর্গাচরণ জমাতিয়া৷ সভাপতিত্ব করেন হদাক্রা পদ্মলীলা জমাতিয়া৷ এই সাংসৃকতিক কেন্দ্র নির্মাণে ব্যয় হয়েছে ১৭ লক্ষ ২৪ হাজার ২৫৬ টাকা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *