![](https://jagarantripura.com/wp-content/uploads/2016/11/Amit-Shah.jpg)
নয়াদিল্লি, ১৫ নভেম্বর (হি.স.) : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার সিআরপিএফ এর সদরদফতর ঘুরে দেখলেন | সেখানে মাতৃভূমির সুরক্ষায় প্রাণ উত্সর্গ করা কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানান।
এদিন অমিত শাহ দিল্লিস্থিত সিআরপিএফ সদর দফতর পরিদর্শন করেন এবং এর কার্যকারিতা পর্যালোচনা করেন। পরে তিনি টুইট করে জানান, “আজ সিআরপিএফ সদর দফতরে, ‘সর্দার পোস্ট’-এ দেশের সুরক্ষার জন্য নিজেদের জীবন উৎসর্গকরা অমর জওয়ানদের শ্রদ্ধা জানিয়েছেন । তিনি লেখেন, এই আত্মবলিদানের জন্য দেশ চিরকাল তাঁরদের কাছে ঋণী থাকবে। ‘সর্দার পোস্ট’ আমাদের সাহসী সৈন্যদের এই বীরত্বের কাহিনী প্রতিটি ভারতীয়কে গৌরবান্বিত করে । “শাহ একের পর এক টুইট করেন লেখেন,” কচ্ছে ভারত-পাকিস্তান সীমান্তে অবস্থিত ‘সর্দার পোস্ট’ এর গৌরবময় ইতিহাস, প্রতিটি ভারতীয় বিশেষত আজকের তরুণ প্রজন্মের জানা উচিত । ১৯৬৫ সালের ৯ এপ্রিল পাকিস্তানের সশস্ত্রবাহিনী সর্দার পোস্টে আক্রমণ করেছিল, কেবল দুই কোম্পানী সিআরপিএফ বাহিনী যাদের উপযুক্ত জবাব দিয়েছিল।”
স্বরাষ্ট্রমন্ত্রী লেখেন, “সর্দার পোস্টে” আমাদের সাহসী সিআরপিএফ জওয়ানরা প্রতিশোধ নেওয়ার সময় ৩৪জন পাকিস্তানী সেনা নিহত হয় এবং চারজনকে জীবিত বন্দি করা হয়েছিল । এই যুদ্ধে আমাদের আটজন জওয়ান শহীদ হয়েছিলেন । ভারতীয় জওয়ানদের অদম্য সাহসে পরিপূর্ণ এই যুদ্ধটি আমাদের ইতিহাসে এক অনন্য স্থানে রয়েছে, যা সবাইকে অনুপ্রাণিত করে।”