নয়াদিল্লি, ১৬ নভেম্বর (হি.স.) : দিল্লি-এনসিআর এলাকায় বায়ুদূষণের মাত্রা কমাতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে শুক্রবার পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং দিল্লি প্রশাসনের মুখ্য সচিবদের তলব করল সুপ্রিম কোর্ট। এদিন বিচারপতি অরুণ মিশ্র এবং বিচারপতি দীপক গুপ্তার সুপ্রিম কোর্ট বেঞ্চ জানিয়েছে, দিল্লির ১৩টি মূল বায়ুদূষণ উৎপাদক স্থানকে সংস্কার করতে সক্রিয় পদক্ষেপ করা জরুরি।
![](https://jagarantripura.com/wp-content/uploads/2016/10/Supreme-Court.jpg)
পাশাপাশি, যান চলাচলের ক্ষেত্রে জোড়-বিজোড় নীতিতে কী কারণে দুই ও তিন চাকার গাড়িকে ছাড় দেওয়া হয়েছে, সে সম্পর্কে দিল্লি প্রশাসনের থেকে ব্যাখ্যাও চেয়েছে শীর্ষ আদালতের বেঞ্চ। শুধু তাই নয়, ওই নীতি প্রয়োগ করেও দূষণমাত্রা কমানো যাচ্ছে না বলে মন্তব্য করেছে আদালত। এর আগে অভিযোগ উঠেছিল, পঞ্জাব ও হরিয়ানায় কৃষকরা ফসল কাটার পরে শুকনো শস্যগাছের গোড়া পোড়ানোর কারণেই দিল্লিতে বায়ুদূষণের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। কিন্তু কৃষকদের ওই কাজে বিরত করা গেলেও রাজধানীর বায়ুদূষণের মাত্রা কমছে না বলে উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। দিল্লি প্রশাসনের তরফ থেকে আদালতকে জানানো হয়েছে, দূষণ নিয়ন্ত্রণের উদ্দেশে দিল্লি অঞ্চলে ‘স্মগ টাওয়ার’ তৈরি করা হবে। এই বিষয়েও বিস্তারে জানতে চেয়েছে শীর্ষ আদালত।