বেসরকারি হাতে সাগরমহল, মউ স্বাক্ষর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর৷৷ পর্যটনক্ষেত্রের বিকাশে সাগরমহল বেসরকারি হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার৷ আজ রাজ্য সরকার এ ব্যাপারে এক মউ স্বাক্ষর করেছে৷
ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম লিমিটেড এবং হোটেল পোলো টাওয়ার প্রাইভেট লিমিটেড শিলং-এর মধ্যে আজ মেলাঘর সাগরমহল পর্যটক নিবাসে এক মউ-স্বাক্ষর হয়েছে৷ মউ অনুযায়ী আগামী ১০ বছরের জন্য সাগরমহল পর্যটক নিবাসকে হোটেল পোলো টাওয়ার প্রাইভেট লিমিটেড-এর কাছে হস্তান্তর করা হয়েছে৷


এদিন মউ স্বাক্ষর অনুষ্ঠানে রাজ্যের পর্যটনমন্ত্রী প্রণজিৎ সিংহরায় বলেন, বিদেশি পর্যটকদের চাহিদার কথা চিন্তা করে থ্রি স্টার হোটেলের আদলে পরিষেবা দেওয়ার জন্য রাজ্য সরকার এই চুক্তিতে স্বাক্ষর করেছে৷ বিদেশি পর্যটকদের কাছে রাজ্যের পর্যটন শিল্পকে তুলে ধরার জন্যই এই প্রয়াস৷ তাঁর কথায়, পর্যটকদের সঙ্গে ভালো ব্যবহারের মাধ্যমে রাজ্যে পর্যটন শিল্পের সম্প্রসারণ সম্ভব৷


তিনি বলেন, ত্রিপুরায় ক্ষুদ্র ও কুটিরশিল্পের বিকাশ ঘটলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে৷ রাজ্যের বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে এই শিল্পের প্রতি আকৃষ্ট করার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে৷ তাঁর দাবি, ত্রিপুরার পর্যটন শিল্পকে রক্ষা করার দায়িত্ব প্রতিটি জনগণের৷


অনুষ্ঠান শেষে পর্যটনমন্ত্রী সিংহরায় নীরমহল মেরামতির কাজ পরিদর্শন করেন এবং নীরমহলের লাইট অ্যান্ড সাউন্ড পুনরায় চালু করার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে বলে জানান৷ তিনি রুদ্রসাগরে পর্যটকদের সুবিধার্থে ভাসমান জেটি-রও উদ্বোধন করেন৷ মউ-স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন বিধায়ক সুভাষচন্দ্র দাস, মেলাঘর পুর পরিষদের চেয়ারপার্সন উত্তম দাস, পর্যটন দফতরের অধিকর্তা বিশ্বশ্রী বি প্রমুখ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *