নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ নভেম্বর৷৷ শিক্ষামন্ত্রী রতনলাল নাথ মুখ্যমন্ত্রীর ‘লক্ষ্য’ প্রকল্পে বৃত্তি প্রদান করলে ইউ পি এস সি পরিচালিত কেন্দ্রীয় সিভিল সার্ভিস পরীক্ষায় প্রিলিমিনারি স্তরে উত্তীর্ণ ছাত্র অভিজিৎ মজুমদারকে৷ এ উপলক্ষে আজ শিক্ষামন্ত্রী অফিস কক্ষেই এক অনুষ্ঠান আয়োজিত হয়৷ অনুষ্ঠানে মন্ত্রী শ্রীনাথ উদয়পুরের ছনবনের অভিজিৎ মজুমদারকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান৷ তাঁর হাতে তুলে দেন ‘লক্ষ্য’ প্রকল্পে বৃত্তির এক লক্ষ টাকার অনুমোদনপত্র৷ খুশী ব্যক্ত করে অভিজিতের সফলতা কামনা করেন মন্ত্রী শ্রীনাথ৷
তিনি বলেন, রাজ্যের ছাত্র-ছাত্রীদের মধ্যে মেধা রয়েছে৷ কিন্তু অনেক ক্ষেত্রেই আর্থিক কারণে কোচিং নিতে না পারায় ইউ পি এস সি’র সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় আগ্রহ কম দেখা যায় তাঁদের মধ্যে৷ রাজ্যের মেধাবী ছাত্র-ছাত্রীদের ইউ পি এস সি’র কেন্দ্রীয় সিভিল সার্ভিস পরীক্ষায় উৎসাহিত করার উদ্দেশ্যেই বর্তমান রাজ্য সরকার মুখ্যমন্ত্রী ‘লক্ষ্য’ নামক বৃত্তি প্রকল্প চালু করে৷ তিনি জানান, এই প্রকল্পে ইউ পি এস সি’র কেন্দ্রীয় সিভিল সার্ভিস পরীক্ষায় প্রিলিমিনারি স্তরে উত্তীর্ণ প্রার্থীকে মেইনস পরীক্ষায় প্রস্তুতি অর্থাৎ কোচিং ও যাতায়ত খরচ হিসেবে এক লক্ষ টাকা বৃত্তি দেওয়ার সংস্থান রয়েছে৷ তখন দিল্লির ত্রিপুরা ভবনে প্রার্থীর থাকা খাওয়ার ব্যয়ভারও বহন করবে রাজ্য সরকার৷
ত্রিপুরা ভবন থেকে মৌখিক পরীক্ষা কেন্দ্রস্থলে যাওয়া আসার জন্য গাড়িরও ব্যবস্থা গ্রহণ করবে রাজ্য সরকার৷ তবে এই বৃত্তির সুযোগ নিতে হলে প্রার্থীকে অবশ্যই ত্রিপুরার স্থায়ী বসবাসকারী হতে হবে৷ প্রার্থীর পারিবারিক বাৎসরিক আয় ১০ লক্ষ টাকার বেশী হতে পারবেনা৷ রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের মাধ্যমে এই প্রকল্পটি রূপায়ণ করা হচ্ছে বলে শ্রীনাথ জানান৷ শিক্ষামন্ত্রী বলেন, রাজ্য সরকার চাইছে রাজ্যের মেধাবী ছাত্র-ছাত্রীরা আই এ এস, আই পি এস, আই এফ এস, আই আর এস স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষায় আরও বেশী বেশী করে অংশ নিক৷ এজন্যই এই প্রকল্পটি চালু করা হয়েছে৷ শিক্ষামন্ত্রী জানান, এই বছর রাজ্য থেকে ৫ জন পরীক্ষার্থী ইউ পি এস সি’র এই প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে৷ পারিবারিক বাৎসরিক আয় দশ লক্ষ টাকার মধ্যে রয়েছে অভিজিৎ মজুমদারের৷ যে জন্য সে এই প্রকল্পের সুযোগ পেল৷ শিক্ষামন্ত্রী শ্রীনাথ জানান, একজন প্রার্থী সর্বোচ্চ দুইবার এই প্রকল্পের সুযোগ নিতে পারবে৷ সাংবাদিকদের সাথে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে অভিজিৎ মজুমদার রাজ্য সরকারের এই উদ্যোগের করবে বলে তিনি জানান৷ অভিজিৎ মজুমারের সাথে ত্রিপুরার অন্যান্য চার জন প্রিলিমিনারি উত্তীর্ণ প্রার্থী হলেন, পান্ডব চাকমা, দেবস্মিতা বল, কেনেথ চাকমা ও সুমিত পাল৷ এদিনের অনুষ্ঠানে উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা সাজু ওয়াহিদও উপস্থিত ছিলেন৷