নয়াদিল্লি, ৬ নভেম্বর (হি.স.): দিল্লির তিজ হাজারি আদালত চত্বরে পুলিশ-আইনজীবী ঝামেলার ঘটনায় এবার দিল্লি পুলিশকে ‘ডেডলাইন’ দিল বার কাউন্সিল অফ ইন্ডিয়া| বুধবার বার কাউন্সিল অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আমাদের প্রধান দাবি হল, আগামী এক সপ্তাহের মধ্যে অভিযুক্ত পুলিশ কর্মীদের গ্রেফতার করতেই হবে| আর যদি তা না হয়, তাহলে অভিযুক্তদের গ্রেফতারের পাশাপাশি যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিতে শান্তিপূর্ণ ধর্না করবে বার কাউন্সিল|’
গত ২ নভেম্বর দিল্লির তিস হাজারি আদালত চত্বরে আইনজীবীদের হাতে নিগ্রহের প্রতিবাদে মঙ্গলবার রাজধানীতে বিক্ষোভ প্রদর্শন করেন দিল্লির পুলিশ কর্মীরা| আইনজীবীদের বিরুদ্ধে স্লোগান দিতেও দেখা যায় পুলিশ কর্মীদের| এ প্রসঙ্গে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘মঙ্গলবার দিল্লি পুলিশের বিক্ষোভ এবং কুত্সিত স্লোগান, বেশ কিছু মিডিয়া রিপোর্টে আমরা দেখেছি| স্বাধীন ভারতের ইতিহাসে অন্ধকারতম দিন ছিল| রাজনৈতিক পদক্ষেপের মতো মনে হয়েছিল এবং তা অত্যন্ত দুঃখজনক|’