আগরতলাকে স্মার্ট বানাতে গিয়ে শিকেয় উঠল সবুজায়ন গণহারে চলছে বৃক্ষ নিধন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ নভেম্বর৷৷ শহর আগরতলার পরিধি বেড়েছে৷ তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে জন সংখ্যা৷ চাপ বাড়ছে গাড়ির৷ নিত্য যান জট শহরের একাংশে লক্ষ্য করা যায়৷ এর উপর শহরকে সময়ের সাথে পাল্লা দিয়ে সাজিয়ে তুলতে উদ্যোগ নেওয়া হয়েছে৷ আধুনিক জীবন মানের সঙ্গে সঙ্গতি রেখে শহরের একাধিক পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে৷ সেই পরিকল্পনার বাস্তবায়ন ঘটানো হচ্ছে ক্রমান্বয়ে৷ এতে করে শহর আগরতলার চেহারাটাই বদলে যাবে আগামী দিনে৷


স্বাচ্ছন্দ্য আসবে নিত্য জীবনে৷ আর এই লক্ষ্যে রাজধানীর উত্তর গেইট এলাকায় যান চলাচলের গতি বাড়াতে পুরনো সড়ক ভেঙে তৈরি হচ্ছে নতুন লেনের রাস্তা৷ যার জন্য প্রসস্ত করতে হবে রাস্তা৷ কিন্তু এই রাস্তা প্রসারিত করতে গেলে জায়গায় প্রয়োজন৷ সেই পরিমাণ মত জায়গার জন্য রাস্তার ধারে থাকা গাছ কাটতে হচ্ছে৷ দুধারে থাকা প্রায় ১৪ টি গাছ কাটার প্রক্রিয়া চলছে বেশ কিছু দিন ধরে৷ শ্রমিকরা এই গাছ কাটার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে৷ ধারাবাহিক ভাবে এই ১৪ টি গাছ কাটা হচ্ছে৷ সবুজায়ন নিয়ে দেশজুড়ে যখন প্রচার ও কর্মসূচি চলছে, ঠিক তখন এই ভাবে রাস্তার জন্য গাছ কাটা নিয়ে অনেকের মধ্যেই রয়েছে গুঞ্জন৷ শহর স্মার্ট হবে এটাই প্রত্যাশা রাজ্যবাসীর৷


কিন্তু এই স্মার্ট শহরের মধ্যে প্রানের স্পন্দন হারিয়ে যাচ্ছে না তো — এটাও দেখতে হবে বলে মত পরিবেশ কর্মীদের৷ শ্রমিকরা জানান রাস্তা বড় করার জন্য এই গাছ কাটতে হচ্ছে৷ তাই তারা গাছ কাটার কাজ চালিয়ে যাচ্ছেন৷ মোট ১৪ টি গাছ কাটা হবে বলে জানান তারা৷একটি গাছ , একটি প্রান৷ এই বার্তা ছড়িয়ে দিতে ব্যাপক প্রচারাভিযান চালানো হচ্ছে৷ একই সঙ্গে ধারাবাহিক চলছে প্রসংশনীয় একাধিক কর্মসূচী৷ জাতীয় সড়কের ধারে বৃক্ষ রোপণ করে অনন্য নজির স্থাপন করেছে ত্রিপুরা৷

নতুন করে বৃক্ষ রোপণ করার জন্য সকল স্তরের মানুষ এগিয়ে আসছেন৷ এমতাবস্থায় যান বাহনের গতি বাড়াতে এবং আধুনিকতার সঙ্গে সামঞ্জস্য রেখে এগিয়ে যেতে নিশ্চই পরিকাঠামো বৃদ্ধির প্রয়োজন রয়েছে৷ সেই ক্ষেত্রে আন্তরিক সরকার৷ ছেদন না করে বিকল্প কোন ব্যবস্থা করলে আখেরে ভবিস্যৎ প্রজন্মকে সুরক্ষিত করার উদ্যোগ আরো ত্বরান্বিত হত বলে মত পরিবেশবিদদের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *