![](https://jagarantripura.com/wp-content/uploads/2019/09/Arvind-Kejriwal.jpg)
নয়াদিল্লি, ৩ নভেম্বর (হি.স.) : দিল্লির দূষণ রোধে এবার কেন্দ্রের সাহায্য চাইলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেন্দ্র উদ্যোগ নিলে সমস্ত করমের সহায়তা করার আশ্বাস দিয়েছেন তিনি।
রবিবার ট্যুইটারে অরবিন্দ কেজরিওয়াল লিখেছেন, গোটা উত্তর ভারতজুড়ে দূষণ অসহনীয় পর্যায় পৌঁছিয়ে গিয়েছে। দিল্লি সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। বহু আত্মত্যাগ করেছে শহরবাসী। কোনও রকম ত্রুটি না থাকলেও ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। পঞ্জাবের মুখ্যমন্ত্রীও উদ্বেগ প্রকাশ করেছেন। এমন পরিস্থিতিতে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করা উচিত কেন্দ্রের। কেন্দ্রের যাবতীয় উদ্যোগে পাশে থাকবে দিল্লি সরকার।
উল্লেখ করা যেতে পারে বিগত কয়েক সপ্তাহের মত রবিবাসীয় সকালেও ধোঁয়াশায় ছেয়ে গোটা দিল্লি। বায়ু দূষণের মান বেড়ে যাওয়ার জন্য স্বাস্থ্যহানির আশঙ্কা দেখা দিয়েছে। এদিন সকালে ধোঁয়াশার জেরে কম দৃশ্যমানতা তৈরি হয় যার জেরে বিমান পরিষেবা এবং রেল চলাচলও ব্যাহত হয়েছে।