মুম্বই, ৩ নভেম্বর (হি.স.) : শিবসেনার সঙ্গে জোট নিয়ে কোনও আলোচনা হয়নি বলে জানিয়েছেন এনসিপি মুখপাত্র নবাব মালিক। রবিবার তিনি জানিয়েছেন, সম্মানের সঙ্গে নাকি অপনাম সহ্য করে রাজনীতি করা সেই সিদ্ধান্ত শিবসেনাকেই নিতে হবে।
![](https://jagarantripura.com/wp-content/uploads/2019/11/NCP.jpg)
এদিন নবাব মালিক জানিয়েছন, এখনও পর্যন্ত জোট নিয়ে শিবসেনার সঙ্গে এনসিপির কোনও কথা হয়নি। জোট নিয়ে কথা বলতে হলে সেই উদ্যোগ শিবসেনাকেই নিতে হবে। এখন পর্যন্ত বিরোধীদের মতোই আচরণ করছে শিবসেনা। কিন্তু শিবসেনা নিজেদের রাজনৈতিক ধারা পরিবর্তন করলে রাজ্যে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতে পারে।
মহারাষ্ট্রে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপি পেশিশক্তি ব্যবহার করেছে বলে দাবি করে বর্ষীয়ান এই রাজনীতিবিদ জানিয়েছেন, ভোট আদায়ের জন্য সমাজবিরোধীদের ব্যবহার করেছে বিজেপি। ক্ষমতার অপব্যবহার করেছে গেরুয়া শিবির।
উল্লেখ করা যেতে পারে ৮ নভেম্বর মহারাষ্ট্র সরকারের মেয়াদ শেষ হচ্ছে। রাজ্যের মন্ত্রী সুধীর মুনগানতিওয়াড় জানিয়েছেন, ৭ নভেম্বরের মধ্যে সরকার গঠন না হলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে।