মুম্বই, ৩ নভেম্বর (হি.স.) : মহারাষ্ট্রের সরকার গড়ার জন্য পর্যাপ্ত বিধায়কদের সমর্থন রয়েছে শিবসেনা কাছে। রবিবার সঞ্জয় রাউথ জানিয়েছেন যে তাঁদের কাছে ১৭০ জন বিধায়কের সমর্থন রয়েছে। এই সংখ্যাটা ১৭৫-ও ছাড়িয়ে যাবে আগামীদিনে।
![](https://jagarantripura.com/wp-content/uploads/2016/12/ShivSena.jpg)
শুধুমাত্র মুখ্যমন্ত্রীর পদের জন্য যে বড় শরিক বিজেপি সঙ্গে দ্বন্দ্ব তা ফের স্পষ্ট করে দিয়ে সঞ্জয় রাউথ জানিয়েছেন, সরকার গঠন করা নিয়ে এখনও কোনও কথা বিজেপির সঙ্গে হয়নি। আগামীদিনে যদি আলোচনা হয় তবে তা শুধুমাত্র মুখ্যমন্ত্রী পদের জন্যই আলোচনা হবে। সমঝোতা না হলে শিবসেনা নিজেদের ক্ষমতা দেখাবে। মুখ্যমন্ত্রীর পদে শিবসেনার কোনও নেতা বসুক সেটাই চাইছে মহারাষ্ট্রবাসী। মিথ্যাবাদীদের উচিত চুপ করে বাড়িতে বসে থাকা।
উল্লেখ করা যেতে পারে বিধানসভা নির্বাচন বিজেপির সঙ্গে জোট করে লড়েছে শিবসেনা। কিন্তু মুখ্যমন্ত্রীর পদ আড়াই বছরের জন্য ভাগ করে নেওয়া নিয়ে জটিলতা সৃষ্টি হয় বিজেপি এবং শিবসেনার মধ্যে। ফলে দুই দলের সম্পর্কে অবনতি হতে থাকে। রাজনৈতিক মহলের মতে এনসিপি এবং কংগ্রেসের সমর্থনে সরকার গড়তে পারে শিবসেনা। ৮ নভেম্বর বর্তমান মহারাষ্ট্র সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে। বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছে ১০৫টি আসন, শিবসেনা দখলে যায় ৫৬টি আসন।