![](https://jagarantripura.com/wp-content/uploads/2019/09/delhi-map-2.jpg)
নয়াদিল্লি, ৩ নভেম্বর (হি.স.) : পার্কিং নিয়ে বিবাদের জেরে দিল্লির তিস হাজারি আদালতে আইনজীবী-পুলিশ সংঘর্ষের ঘটনায় রবিবার হাইকোর্টের প্রধান বিচারপতি আদালতের বিচারকদের সঙ্গে বৈঠক করবেন। জানা গিয়েছে, এই বৈঠকে দিল্লির পুলিশ কমিশনারকেও উপস্থিত থাকতে বলা হয়েছে। পুলিশ কমিশনারের উপস্থিতিতে ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ জানতে চাইবেন বিচারপতিরা। শনিবার বিকেলে আদালত চত্বরে পুলিশ-আইনজীবী সংঘর্ষের ঘটনার পর হাইকোর্টের বিচারপতি জি এস সিস্তানী, বিচারপতি মুরলীধর এবং বিচারপতি বিপিন সাংভি ঘটনাস্থলে আসেন। এরপর তাঁরা জখম আইনজীবীদের দেখতে সেন্ট স্টেফেন্স হাসপাতালে যান। জানা গিয়েছে, এই ঘটনার প্রতিবাদে আইনজীবীরা নিজেদের তালাবন্ধ করে আদালতের ঘরে আটকে রেখেছে। পাশাপাশি পুলিশের এই কাজের প্রতিবাদে সোমবার কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে।
শনিবার বিকেল নাগাদ তিস হাজারি কোর্টের বাইরের চত্বরে ব্যাপক সংঘর্ষ বাঁধে পুলিশ ও আইনজীবীদের মধ্যে। পুলিশের বিরুদ্ধে গুলি ছোঁড়ার অভিযোগও ওঠে। জানা গিয়েছে, এক আইনজীবী গাড়ি পার্কিং নিয়ে পুলিশের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়লে ঘটনার শুরু হয়। এরপর পুলিশ আদালত চত্বর থেকে ওই আইনজীবীকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়ে যেতে গেলে তাঁকে ছাড়ানোর চেষ্টা করে তাঁর সহকর্মী ও বন্ধুরা।
অভিযোগ, আইনজীবীদের আটকাতে গুলি ছোঁড়ে পুলিশ। আর তাতে আহত হন এক আইনজীবী। তাঁকে সেন্ট স্টেফেন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশের তরফে এই গুলি চালানোর কথা অস্বীকার করা হয়েছে। অন্যদিকে আদালত চত্বরে থাকা একটি পুলিশের গাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আগুন লাগার জেরে দিল্লির দূষিত পরিবেশের মধ্যেই আকাশে ওঠে কালো ধোঁয়ার কুন্ডলী। ফলে পরিবেশেরও ক্ষতি হয়েছে বলে দাবি উঠেছে।