শ্রীকাকুলাম (অন্ধ্রপ্রদেশ), ২ নভেম্বর (হি.স.): রেলের পেট্রোলিং অফিসারের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা রেল দিঘা-বিশাখাপত্তনম এক্সপ্রেস| শনিবার অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার তিলারুর কাছে রেললাইনে বড়সড় ফাটল দেখতে পান রেলের পেট্রোলিং আধিকারিক| সেই সময় দ্রুত গতিতে ছুটে যাচ্ছিল দিঘা-বিশাখাপত্তনম এক্সপ্রেস| সময় নষ্ট না করে তড়িঘড়ি দিঘা-বিশাখাপত্তনম এক্সপ্রেস ট্রেনের চালককে সতর্ক করেন ওই অধিকারিক| এরপর ব্রেক কষে চালক ট্রেন থামিয়ে দেন|
![](https://jagarantripura.com/wp-content/uploads/2018/07/download.jpg)
রেল সূত্রের খবর, শনিবার শ্রীকাকুলাম জেলার তিলারুর কাছে রেললাইনে ফাটল দেখতে পান রেলের পেট্রোলিং আধিকারিক| তড়িঘড়ি দিঘা-বিশাখাপত্তনম এক্সপ্রেস ট্রেনের চালককে সতর্ক করেন ওই অধিকারিক| এরপর চালক ট্রেন থামিয়ে দেন| রেললাইন মেরামত করার পর পুনরায় ওই শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়|