সর্দার বল্লভভাই প্যাটেলের জন্যই দেশের একতা ও অখণ্ডতা রক্ষিত আছে : ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর৷৷ স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তী উপলক্ষ্যে আজ দেশ তথা রাজ্য জুড়ে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপিত হয়েছে৷ এই কর্মসূচিতে আজ পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কার্যালয়ের উদ্যোগে মুক্তধারা অডিটোরিয়ামে এক সেমিনারের আয়োজন করা হয়েছিল৷


সেমিনারে প্রধান অতিথির ভাষণে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা ভারতবর্ষের অখণ্ডতা ও একতা রক্ষার্থে স্বাধীন ভারতবর্ষের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী স্বাধীনতা সংগ্রামী সর্দার বল্লভভাই প্যাটেলের অবদানের কথা উল্লেখ করেন৷ তিনি বলেন, তৎকালীন সময়ে ভারতবর্ষকে একত্রিত করার চিন্তাধারা সর্দার বল্লভভাই প্যাটেলের মধ্যে দেখেছি আমরা ৷ তিনি ৫০০-এর বেশি দেশীয় রাজন্যশাসিত ছোট ছোট রাজ্যগুলিকে একত্রিত করে ভারতবর্ষের সাথে সংযুক্তিকরণ করে দেখিয়েছেন৷ যা আজ বৃহত্তর ভারতবর্ষ রূপে দেখছি আমরা ৷ উপমুখ্যমন্ত্রীর কথায়, সর্দার বল্লভভাই প্যাটেলের প্রচেষ্টাতেই এটা সম্ভব হয়েছে ৷ নইলে আজকের ভারতবর্ষের ভৌগোলিক মানচিত্র এমন থাকত না৷ সর্দার বল্লভভাই প্যাটেল ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি রাষ্ট্র গঠনের জন্য সবকিছু ত্যাগ করেছিলেন, বলেন তিনি৷


উপমুখ্যমন্ত্রী দেববর্মা বলেন, দেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে ২০১৪ সাল থেকে সমগ্র দেশ জুড়ে জাতীয় একতা দিবস পালনের মধ্য দিয়ে আমরা এই মহান ব্যক্তিত্বকে স্মরণ করে থাকি৷ তিনি আরও বলেন, ভারতবর্ষ একই সূত্রে বাঁধা৷ ভারতবর্ষকে বুঝতে হলে দেশের সংসৃকতি ও ইতিহাস জানতে হবে৷


অনুষ্ঠানে বিশেষ অতিথির ভাষণে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অরুণোদয় সাহা ভারতের সাথে ত্রিপুরার সংযুক্তিকরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে বলেন, দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার্থে সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান অনস্বীকার্য৷ তাঁর উদ্যোগে ও অদম্য প্রচেষ্টার মধ্য দিয়েই আজকের আধুনিক ভারতবর্ষ৷


অনুষ্ঠানে অন্যান্যদের পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অন্তরা দেব সরকার, রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশক রাজীব সিং, বিএসএফ-এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি সলোমন যশকুমার মিনজ, পশ্চিম ত্রিপুরা জেলার ভারপ্রাপ্ত জেলাশাসক তপনকুমার দাস, তথ্য ও সংসৃকতি দফতরের অধিকর্তা রতন বিশ্বাস প্রমুখ৷

উপস্থিত অতিথিগণ দেশের অখণ্ডতা ও ঐক্য রক্ষার্থে সর্দার বল্লভভাই প্যাটেলের জীবনীর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন৷ অনুষ্ঠানে তথ্য ও সংসৃকতি দফতরের শিল্পীগণ উদ্বোধনী সংগীত পরিবেশন করেন৷ অনুষ্ঠানের শুরুতে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা-সহ অন্যান্য অতিথিগণ সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *