নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর ৷৷ কালীপূজার অনুষ্ঠানকে কেন্দ্র করে রক্তাক্ত পুজো প্রাঙ্গণ৷ ঘটনা মোহনপুরের হরিণখলা গ্রামের দেবনাথ পাড়ায়৷

সোমবার রাত্রিতে শিবির এলাকার দুই যুবক মদমত্ত অবস্থায় হরিণখলার দেবনাথ পাড়ার পুজো প্রাঙ্গণে সাংসৃকতিক অনুষ্ঠান চলাকালীন সময়ে উত্তেজিত হয়ে অবভ্য আচরণ করলে এলাকাবাসী তার প্রতিবাদ করতে গেলে ঘটে বিপত্তি৷ মদমত্ত দুই যুবক তাণ্ডবলীলা চালায় এক পর্যায়ে শিবির এলাকা থেকে আরও ত্রিশ পয়ত্রিশ জন যুবক এসে এই ঘটনায় শামিল হয়৷ তাতে এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়৷ উভয়পক্ষের আটজন আহত হয়৷ এদের মধ্যে গুরুতর আহত দু’জনকে জিবি হাসপাতালে পাঠানো হয়৷ খবর পেয়ে সিধাই থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ এই ব্যাপারে সিধাই থানায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে বলে খবর৷