গাজিয়াবাদ, ২৯ অক্টোবর (হি. স.) : উত্তরপ্রদেশের লিঙ্কেরোড থানা এলাকার সাহিবাবাদে একটি পেপার মিলে বিধ্বংসী আগুন। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে্। আগুন দ্রুত ছড়িয়ে ভয়ঙ্কর রূপ ধারন করে। খবর পেয়ে গাজিয়াবাদ ও নয়ডা থেকে আসে দমকলের ইঞ্জিন। বেশ কয়েকঘন্টার চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় কেও হতাহত হয়নি। কিন্তু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে লক্ষ লক্ষ টাকার কাগজ।
দমকলের এক আধিকারিক সুনীল কুমার সিংহ জানান, মঙ্গলবার সকালে সাহিবাবাদে শিবম উদ্যান কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এই কারখানাতে কাগজের রোলগুলি তৈরি করা হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায কারখনার শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও সফল হয়নি। এরপর সকাল সাতটার নাগাদ ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছায়। তবে ততক্ষণে আগুন ভয়াবহ রূপ ধারণ করে। । আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় নয়াডা ও টাটা স্টিল থেকে আরও দমকলের ইঞ্জিন আনা হয়। এবং কয়েক ঘন্টা পরিশ্রমের পরে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারন এখনও জানা যায়নি।