মাতাবাড়িতে দেওয়ালী মেলার সূচনা করবেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ অক্টোবর৷৷ শুক্রবার উদয়পুর গোমতী জেলা শাসকের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় মাতাবাড়ি দেওয়ালী মেলার সাংবাদিক সম্মেলন৷ এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দেওয়ালী মেলা কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, গোমতী জেলা সভাপতি স্বপন অধিকারী, গোমতী জেলা শাসক তরুণ কান্তি দেবনাথ৷ এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক প্রানেশ লাল চাকমা, সিনিয়র ডেপুটি মেজিস্ট্যাট সজল বিশ্বাস, উদয়পুর মহকুমা শাসক অনিরুদ্ধ রায়, উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক শাশ্বত কুমার প্রমুখ৷ সাংবাদিক সম্মেলনে মেলা কমিটির চেয়াম্যান তথা বিধায়ক বিপ্লব কুমার ঘোষ বলেন আগামী সাতাশ অক্টোবর ভোট চারটায় মাতাবাড়ি কল্যাণ সাগরে মঙ্গলরতির মাধ্যমে রাজ্যের তথা উত্তর পূর্বাঞ্চলের সর্ব বৃহৎ দেওয়ালী মেলার সূচনা করবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷

এদিন সন্ধ্যায় মাতাবাড়ি মন্দির সংলগ্ণ জাতীয় সড়কের পাশে মাতাবাড়ি মার্কেট স্টলের সামনে সাংসৃকতিক মঞ্চে আনুষ্ঠানিকভবে মাতাবাড়ি দেওয়ালী মেলার উদ্বোধন করবেন বিপ্লব কুমার দেব৷ এছাড়া এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা সহ মন্ত্রী সভার সমস্ত সদস্য, দুই সাংসদ ও গোমতী জেলা সভাধিপতি ও গোমতী জেলার সমস্ত বিধায়কগণ৷ বিপ্লব বাবু বলেন, এইবার প্রথম মাতাবাড়ি দেওয়ালী মেলা তিনদিন ব্যাপী হবে৷ সাংসৃকতিক মঞ্চে টানা ষাট ঘণ্টা হবে রাজ্যের ও বহিঃরাজ্যের খ্যাতনামা শিল্পীদের দ্বারা নানান সাংসৃকতিক অনুষ্ঠান৷ মেলাকে সুন্দর ও সর্বাঙ্গীনভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা সাংবাদিক সম্মেলনে কামনা করেন গোমতী জেলা সভাপতি স্বপন অধিকারী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *