BRAKING NEWS

সোমবার মহারাষ্ট্রের ২৮৮টি আসনে ও হরিয়ানার ৯০টি আসন বিধানসভা নির্বাচন

নয়াদিল্লি, ২০ অক্টোবর (হি.স.) : রাত পোহালেই মহারাষ্ট্রের ২৮৮টি আসনে ও হরিয়ানার ৯০টি আসন বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে। আগামীকাল সোমবার মোট ৩ হাজার ২৩৭ জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা হবে । আর তার আগে প্রচারের লড়াইয়ে কংগ্রেসকে পিছনে ফেলে বেশ এগিয়ে বিজেপি। মরিয়া হয়ে ঝাঁপিয়েছে বিজেপি আর কংগ্রেস একেবারেই ছন্নছাড়া৷ বিধানসভা ভোটের আগে কাশ্মীর, ৩৭০ এবং পাকিস্তান বিষয়ে জনগণের কাছে বক্তব্য তুলে ধরেছে বিজেপি। শেষ দিনে প্রচারে ঝড় তুললেন বিজেপির দুই শীর্ষ মুখ। হরিয়ানায় নরেন্দ্র মোদী এবং মহারাষ্ট্রে অমিত শাহ। ময়দানে কার্যত খুঁজেই পাওয়া গেল না কংগ্রেসকে। যার জেরে দুই রাজ্যে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

পাশাপাশি সোমবারই দেশজুড়ে বিভিন্ন রাজ্যের মোট ৬৪টি বিধানসভা আসনে হবে উপ-নির্বাচন। যার মধ্যে রয়েছে, অরুনাচল প্রদেশের ১টি আসন, বিহারের ৫টি আসন, ছত্তিশগড়ের ১টি আসেন, অসমের ৪টি আসন, গুজরাটের ৪টি আসনে, হিমাচল প্রদেশের ২টি আসনে, কর্নাটকের ১৫টি আসনে, কেরালার ৫টি আসনে, মধ্যপ্রদেশের ১টি আসনে, মেঘালয়ের ১টি আসনে, ওড়িশার ১টি আসনে, পুদুচেরির ১টি আসনে, পাঞ্জাবের ৪টি আসনে, রাজস্থানের ২টি আসনে, সিকিমের ৩টি আসনে, তামিলনাড়ুর ২টি আসনে, তেলেঙ্গানার ১টি আসনে এবং উত্তরপ্রদেশের ১১টি আসনে। যেহেতু পশ্চিমবঙ্গে সেই সময়ে দুর্গা পুজোর রেশ থাকবে তাই পশ্চিমবঙ্গে এই দফায় হচ্ছেনা উপ-নির্বাচন।

ইতিমধ্যে ভোটের জন্য ইভিএম ও ভিভিপ্যাট নিয়ে বুথে বুথে রওনা হয়েছেন ভোট কর্মীরা। মহারাষ্ট্রে যুযুধান দুই রাজনৈতিক দল বিজেপি ও শিবসেনা। সঙ্গে বেশ শক্ত লড়াই দেওয়ার সম্ভবনা আছে কংগ্রেস-এনসিপি জোটের। এছাড়াও রয়েছে এমএনএস, বিএসপি, সিপিআই(এম) এবং সিপিআই। সোমবার মোট ৩ হাজার ২৩৭ জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা হবে। অন্যদিকে হরিয়ানায় মুখোমুখি লড়াইয়ে কংগ্রেস-বিজেপি। যদিও এএপি, এসআইপি, জেজেপি, বিএসপি এবং এলজেপি রয়েছে লড়াইয়ের ময়দানে। হরিয়ানায় মোট ১ হাজার ১৬৯ জন প্রার্থীর হবে ভাগ্য নির্ধারণ।

কমিশনের তরফে ইতোমধ্যে, ভোট গ্রহণ পর্ব অবাধ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে দুই রাজ্যজুড়ে কড়া সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। প্রতিটি জেলায় জেলায় নজরদারি চালাবে নির্বাচনে যুক্ত বিশেষ প্রতিনিধিদের দল। পাশাপাশি মহারাষ্ট্রের মাও অধ্যুষিত এলাকায় ভোট শান্তিপূর্ণ ও অবাধ করার জন্য মোতায়েম করা হবে বিশেষ নিরাপত্ত বাহিনী। দুই রাজ্যের বিধানসভা নির্বাচনে ভিভিপ্যাট-র ব্যবহার প্রসঙ্গে কমিশনের তরফে আগেই জানানো হয়, প্রতিটি বিধানসভা আসনে প্রতি পাঁচটি ইভিএম এর গণনার সঙ্গে মেলানো হবে ভিভিপ্যাটের গনণার সংখ্যা। পাশাপাশি প্রবীন নাগরিক ও বিশেষ ভাবে সক্ষমদের জন্য আরও উন্নত ব্যবস্থা থাকছে প্রতিটি বুথে। দুই রাজ্যেই আছে সম্পূর্ণ মহিলা চালিত বুথ।

২৮৮ আসন বিশিষ্ট মহারাষ্ট্র ও ৯০ আসন বিশিষ্ট হরিয়ানা বিধানসভায়, এই দুই রাজ্যের চলতি সরকারের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে যথাক্রমে ৯ ও ২ নভেম্বর। হরিয়ানার ৯০টি আসনের মধ্যে ১৭টি আসন সংরক্ষিত। অন্যদিকে মহারাষ্ট্রের ২৮৮টি আসনের মধ্যে ৫৪টি আসন সংরক্ষিত। হরিয়ানায় মোট ১ কোটি ৮২ লক্ষ ও মরাষ্ট্রে মোট ৮ কোটি ৯৪ লক্ষ মানুষ করবেন নিজেদের নাগরিক অধিকার প্রয়োগ। দুই রাজ্যের নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণ ভাবে পরিচালনা করতে হরিয়ানায় থাকছেন ১ লক্ষ ৭ হাজার ৪৮৬ জন ভোটকর্মী ও মহারাষ্ট্রে থাকছেন ১ লক্ষ ১৬ হাজার ৪৯৫ জন ভোটকর্মী। হরিয়ানায় মোট ১৯ হাজার ৪২৫টি পোলিং স্টেশনে ভোট গ্রহণ হবে। অন্যদিকে মহারাষ্ট্রে মোট পলিং স্টেশনের সংখ্যা থাকছে ৯৫ হাজার ৪৭৩টি।

২০১৪ সালের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকে যদি তাকানো যায়, তবে দেখা যাবে ২৮৮ আসন বিশিষ্ট বিধানসভায় ১২২নি আসনে জয়ী হয়ে একক সংখ্যাগরিষ্ঠতা প্রমান করে ছিল বর্তমান শাসক দল বিজেপি। অন্য দিকে শিবসেনা পেয়েছিল ৬৩টি আসন। অন্যদিকে ৯০ আসন বিশিষ্ট হরিয়ানায় ৪৭টি আসনে জয়লাভ করে সরকার গড়েছিল বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *