বিশালগড়ের পর রানিরবাজারে রেল লাইনের ধারে মৃতদেহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্ঢেম্বর৷৷ ফের রেল লাইনের ধারে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে৷ আশ্চর্যজনক ঘটনা হল, ওই ব্যক্তির মৃতদেহ সোমবার সকাল দশটা নাগাদ উদ্ধার হয়েছে৷ রানিরবাজার থানার পুলিশের বক্তব্য, রেলের ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে বলে অনুমান করছেন তাঁরা৷ রবিবারও এমনই একটি মৃতদেহ উদ্ধার হয়েছে বিশালগড়ে৷


আজ সকাল দশটা নাগাদ রানিরবাজার থানাধীন মেঘলিপাড়া রেল লাইনের ধারে এক ব্যক্তির মৃতদেহ দেখতে পান স্থানীয় জনগণ৷ মৃতদেহে প্রচুর আঘাতের চিহ্ণ রয়েছে বলে পুলিশ জানিয়েছে৷ স্থানীয় জনগণের কাছ থেকে খবর পেয়ে রানিরবাজার থানার পুলিশ ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়৷ পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির নাম আলিকাম হোসেন৷ তার বাড়ি সোনামুড়া খাস এলাকায়৷


এদিকে, রেলের ধাক্কায়, নাকি রেল থেকে ছিটকে পড়ে তার মৃত্যু হয়েছে তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে৷ তবে, ঘটনাটি নিছক হত্যাকাণ্ড কিনা তা-ও খতিয়ে দেখছে পুলিশ৷ তবে, আজ এই মৃতদেহ উদ্ধারের ঘটনা হাজারো প্রশ্ণের জন্ম দিয়েছে৷ কারণ, রবিবার প্রায় একই সময়ে বিশালগড়ে এক ব্যক্তির রেলে কাটা পরে মৃত্যু হয়েছিল৷ রেল লাইনের ধরে তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছিল৷ কখন এবং কীভাবে তাঁর মৃত্যু হয়েছিল তার কিনারা পুলিশ এখনও করতে পারেনি৷ স্বাভাবিকভাবে, আবারও রেল লাইনের ধরে মৃতদেহ উদ্ধারের ঘটনা বিক্ষিপ্ত বলে মনে করার কোনও কারণ মনে করছেন না অনেকে৷