নয়াদিল্লি ও কলকাতা, ২০ সেপ্টেম্বর (হি.স.): দাম কমার কোনও লক্ষণ নেই, বরং পেট্রোল ও ডিজেলের দাম ক্রমশ বেড়েই চলেছে| এই নিয়ে পর পর ৪ দিন| দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ে শুক্রবার পেট্রোলের দাম বেড়েছে ৩৪ থেকে ৩৭ পয়সা| ডিজেলের দাম বেড়েছে ২৮ থেকে ৩০ পয়সা| দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ে যথাক্রমে ০.৩৫ পয়সা, ০.৩৪ পয়সা, ০.৩৪ পয়সা এবং ০.৩৭ পয়সা করে দামি হয়েছে পেট্রোল| এছাড়াও দিল্লিতে ০.২৮ পয়সা, কলকাতায় ০.২৮ পয়সা, মুম্বইয়ে ০.৩০ পয়সা এবং চেন্নাইয়ে ০.৩০ পয়সা করে দাম বেড়েছে ডিজেলের|
শুক্রবারের মূল্যবৃদ্ধির পর দিল্লিতে লিটারপ্রতি পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে হয়েছে, যথাক্রমে-৭৩.০৬ টাকা (পেট্রোল) এবং ৬৬.২৯ টাকা (ডিজেল)| কলকাতায় পেট্রোল ও ডিজেলের বর্ধিত মূল্য হল-৭৫.৭৭ টাকা (পেট্রোল) এবং ৬৮.৭০ টাকা (ডিজেল)| মুম্বইয়ে পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে হয়েছে-৭৮.৭৩ টাকা (পেট্রোল) এবং ৬৯.৫৪ টাকা (ডিজেল)| চেন্নাইয়ে পেট্রোল ও ডিজেলের বর্ধিত মূল্য হল-৭৫.৯৩ টাকা (পেট্রোল) এবং ৭০.০৭ টাকা (ডিজেল)| প্রসঙ্গত, গত কযেকদিন ধরে পেট্রোল ও ডিজেলের দাম যেভাবে বেড়েই চলেছে, তাতে রীতিমতো চিন্তায় সাধারণ মানুষ|