![](https://jagarantripura.com/wp-content/uploads/2019/07/crime-scene-tape-1024x576.jpg)
নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৬ সেপ্ঢেম্বর ৷৷ বন দপ্তরের কর্মীদের চোখে ধুলো দিয়ে প্রতিনিয়তই রাজ্যের সংরক্ষিত বনাঞ্চল ধবংস করে মূল্যবান বনজ সম্পদ পাচার করে চলেছে বনদস্যুরা৷ গত রাতে তেলিয়ামুড়া থানার পুলিশ বনজ সম্পদ পাচারকালে একটি গাড়ি সহ তিন যুবককে পাকড়াও করতে সক্ষম হয়েছে৷
তেলিয়ামুড়া থানার পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে কুঞ্জমুড়া এলাকায় টহলদারি চালানোর সময় কাঠ সহ একটি মারুতি গাড়ি আটক করে থানায় নিয়ে আসে৷ পুলিশ আটক করে তিন যুবককে৷ তেলিয়ামুড়া থানার ওসি স্বপন দেববর্মা এ ব্যাপারে জানান, টিআর০৪এ-০৬১১ নম্বরের একটি মারুতি গাড়ি দিয়ে অবৈধ কাঠ তুইকর্মা থেকে পাচার করার সময় পুলিশ আটক করে৷
আটক করা তিন যুবকের নাম স্বদেশ দেববর্মা, মিঠুন মোদক, হাকিম জয় রিয়াং৷ পুলিশ আটক করা অবৈধ কাঠগুলি রাতেই বন কর্মীদের কাছে হস্তান্তর করে দেয়৷ পুলিশের এহেন উদ্যোগকে ভূয়সী প্রশংসা করেছেন বন দপ্তরের কর্মকর্তারা৷ রাজ্যের বিভিন্ন স্থান থেকে বেআইনিভাবে গাছ কেটে কাঠ পাচারের ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে৷ বন দপ্তরের একার পক্ষে এই ভয়ঙ্কর প্রবণতা রোধ করা কষ্টকর হয়ে উঠেছে৷ সেক্ষেত্রে পুলিশ এ ধরনের উদ্যোগ গ্রহণ করলে বনজ সম্পদ রক্ষা অনেকাংশেই সফল হবে৷