প্রি-টেস্টে নম্বর কম, বাবা-মার বকুনি, অভিমানে আত্মঘাতী ছাত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট৷৷ পরীক্ষায় নম্বর কম পাওয়ায় বাবা-মা বকাবকি করেছিলেন। তাই অভিমানে আত্মঘাতি হয়েছে দশম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী।

উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর থানার ওসি পরিতোষ দাস জানান, শুক্রবার দুপুর পৌনে ১টা নাগাদ খবর আসে স্থানীয় দাসপাড়ার বাসিন্দা দশম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী শিউলি দাস ফাঁসিতে আত্মহত্যা করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছিল। আজ ময়না তদন্তের পর ওই নাবালিকার মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি জানান, তদন্ত করে জানা গিয়েছে, প্রি-টেস্ট পরীক্ষায় অংকে কম নম্বর পাওয়ায় তার বাবা-মা তাকে বকাবকি করেছিলেন। তাই অভিমানে ওই নাবালিকা ফাঁসিতে আত্মহত্যা করেছে।

মৃতার বাবা জানিয়েছেন, পড়াশুনায় বরাবরই কাঁচা ছিল তার মেয়ে। সামনে মাধ্যমিক তাই পড়াশুনায় মনোযোগ দেওয়ার জন্যই সবসময় চাপ দেওয়া হতো। তিনি বলেন, সম্প্রতি প্রি-টেস্ট পরীক্ষার ফলাফল বেরিয়েছে। তাতে তার মেয়ে অংকে ভীষণ কম নম্বর পেয়েছিল। তাই, তাকে বকা দিয়েছিলাম।কিন্তু, এর পরিণতি এত ভয়ঙ্কর হবে, তা কখনই ভাবিনি, কাঁদতে কাঁদতে বলেন তিনি। আক্ষেপ করে তিনি বলেন, ছেলেমেয়েদের শাসন করার অধিকার এখন বাবা-মা হারিয়ে ফেলেছেন।

আজ ময়না তদন্তের পর ওই নাবালিকার মৃতদেহ বাড়িতে পৌছলে, তার বাবা-মা ও পরিবারের অন্যান্যদের কান্নার আওয়াজে চারিদিক ভারী হয়ে উঠে। এলাকাবাসীও এই ঘটনা এখনো বিশ্বাস করতে পারছেন না বলে জানান জনৈক প্রতিবেশী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *