![](https://jagarantripura.com/wp-content/uploads/2019/08/Chief-Minister-Biplab-Kumar-Deb-inaugrates-foundation-day-of-Tripura-Paramedical-sciences-at-TIPS-on-August-24-3-1024x682.jpg)
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ আগস্ট৷৷ স্বাস্থ্য ক্ষেত্রে ত্রিপুরায় আন্তর্জাতিক লগ্ণির আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ পিপিপি মডেল রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রকে আরও উন্নত করে ত্রিপুরায় স্বাস্থ্যভিত্তিক পর্যটনের যথেষ্ঠ সম্ভাবনা রয়েছে বলে দৃঢ় প্রত্যয়ের সাথে বলেন তিনি৷ শুক্রবার ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স-এর একাদশতম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়ে এভাবেই স্বপ্ণ ফেরি করলেন মুখ্যমন্ত্রী৷ তাঁর কথায়, স্বাস্থ্য পরিষেবা হল সেবার ক্ষেত্র৷ এটাকেই মাথায় রেখে কাজ করার জন্য আহ্বান জানান তিনি৷
মুখ্যমন্ত্রী বলেন, হাসপাতালে গিয়ে সুষ্ঠু পরিষেবার মধ্য দিয়েই রোগী অনেকটা সুস্থ হয়ে যান৷ শুধু ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে নয়, সেবামূলক মানসিকতা নিয়ে সবাইকে কাজ করার পরামর্শ দেন তিনি৷ তাঁর দাবি, ভৌগলিকগত দিক দিয়ে ত্রিপুরার অবস্থান খুবই তাৎপর্যপূর্ণ৷ শুধু রাজ্য নয়, বাংলাদেশের অনেক রোগী চেন্নাই গিয়ে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন৷ তাদের যদি ত্রিপুরায় আনা যায় তবে কমপক্ষে ২০০ থেকে আড়াইশো কোটি টাকার রাজস্ব আয়ের ক্ষেত্র তৈরি হতে পারে৷ সেই লক্ষ্যেই ত্রিপুরায় পিপিপি মডেলে আধুনিক সুবিধাসম্পন্ন হাসপাতাল গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেন তিনি৷ তাতে তিনি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাকে রাজ্যে স্বাস্থ্য ক্ষেত্রে লগ্ণি করার জন্য আহ্বান জানান৷ ত্রিপুরার পক্ষ থেকে বিভিন্ন সংস্থাকে ডাকা হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
এদিন বিপ্লব কুমার দেব হতাশা প্রকাশ করে বলেন, ১৩ হাজার কোটি টাকার দায়ভার নিয়ে ত্রিপুরায় সরকার গঠন করেছে বিজেপি৷ সেই জায়গা থেকে এখন রাজ্যে রাজস্ব আদায়ের হার বৃদ্ধি পেয়েছে ২৬ শতাংশ৷ তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সদিচ্ছার কারণে ত্রিপুরায় উন্নয়ন গতি পাচ্ছে৷ সাথে তিনি দৃঢ়তার সাথে বলেন, ত্রিপুরাকে ঋণের মধ্যে ডুবিয়ে রাখা হবে না৷ এদিন স্বাস্থ্য ভিত্তিক পর্যটনকে উৎসাহিত করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রাকৃতিক এবং আধ্যাত্মিক পর্যটনে সমৃদ্ধ ত্রিপুরা৷ পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা বৃদ্ধি পেলে ত্রিপুরার অর্থনীতির শ্রীবৃদ্ধি হবে বলে তিনি আশাবাদী৷ এক্ষেত্রে নেতিবাচক চিন্তার ধারকদের সাথে দূরত্ব বজায় রেখে সদর্থক চিন্তা ধারায় রাজ্য গড়ে তোলার কাজে যুবক-যুবতীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি৷
এদিন মুখ্যমন্ত্রী প্যারামেডিক্যাল কলেজের বিভিন্ন কোর্সগুলির পিজি কোর্স ও হসপিটাল ম্যানেজম্যান্ট কোর্স চালু করার বিষয়ে কথা বলেন৷ শনিবার টিপসের একাদশতম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ভিএল ধারুরকর এবং বিধায়ক রামপ্রসাদ পাল-সহ অন্যান্যরা৷