দামছড়ায় রাস্তা ভাঙনেরমুখে, হেলদোল নেই দপ্তরের, জনমনে ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৫ আগস্ট৷৷ গত ২০১৮ইং সালের জুন মাসে প্রবল বৃষ্টিপাতের ফলে দমছড়া থেকে খেদাছড়া সড়কের কাটুয়া ব্রিজ পর্যন্ত বাইপাস সড়কটির কিং অফ কিং ইংলিশ মিডিয়াম সুকল সংলগ্ণ স্থানে বিশালাকার ভাঙনের ফলে যোগাযোগ ব্যাবস্থা চরমে উঠেছিল৷ খেদাছড়া গামী সব যানবাহন ঘুরপথে যেতে হতো৷ অর্থের অভাব দেখিয়ে পূর্তদপ্তর প্রায় একবছর সড়কটির ভাঙনরোধের কোন পদক্ষেপ গ্রহণ করেনি৷


ভুক্তভোগী এলাকাবাসীর বারবার আবেদন নিবেদনের পরে এবছরের গত মে-জুন মাসে একজন ঠিকেদারকে দিয়ে দামছড়া পূর্ত দপ্তর সড়কটির ভাঙন ভরাটে হাত দেয়৷ কিন্তু এলকাবাসী লক্ষ্য করেন ভরাট মাটি আটকানোর জন্যে রাস্তার পূর্ব পাশে প্রোটেকশন ওয়াল ও পশ্চিম পাশে উইং ওয়াল নির্মান আবশ্যক৷ কারণ এখানে এর আগেও দুই পাশে পাকা রিটার্নিং ওয়াল ছিল৷ কিন্তু তা অত্যাধিক বৃষ্টির কারণে ভেঙে যায়৷ সে যায়গায় এলাকাবাসী দেখতে পান যে বস্তায় বালি ভর্তি করে আগের রিটার্নিং ওয়াল এর পরিবর্তে বসানো হচ্ছে, তাও আবার ভরাট করা মাটি থেকে প্রায় তিন ফুটে নিছে৷ যার কারনে বিগত কিছুদিনের বৃষ্টির ফলে সংস্কারের মাত্র দুই মাসের মাথায় বালির বস্তাগুলি ফেঁটে গিয়ে রাস্তার উপর ভরাট করা মাটি সরে গিয়ে মরন ফাঁদে পরিণত হচ্ছে৷


এলাকাবাসীর তরফ থেকে পূর্তদপ্তরের এসডিও রাজেশ দেববর্মাকে এবিষয়ে জানালে তিনি নাকি কর্নপাত করেননি৷ এলাকাবাসীর আরো অভিযোগ যে এই কাজে নাকি প্রায় ১৪ লক্ষ টাকা বরাদ্ধ হয়েছিল, এই ১৪ লক্ষ টাকায় রাস্তার দুইপাশে রিটার্নিং ওয়াল ভালোভাবেই হয়ে যেতে পারতো৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *