নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১ আগস্ট৷৷ মাঝে কয়েকদিন বিরতির পর ফের করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানার অন্তর্গত ত্রিপুরা সীমান্তের চোরাইবাড়ি গেটে আটক হয়েছে অবৈধভাবে পাচারকৃত কয়লা বোঝাই ট্রাক৷ এর সঙ্গে আটক করা হয়েছে ট্রাকের চালক আজাদ হুসেন (২৫) নামের এক যুবককে৷
![](https://jagarantripura.com/wp-content/uploads/2016/10/Tripura-Police.jpg)
চোরাইবাড়ি পুলিশ ওয়াচপোস্টের ইনচার্জ মিন্টু শীল জানান, বুধবার রাতে ত্রিপাল দিয়ে ঢাকা কয়লা বোঝাই এমএইচ ১৫ ইজি ৪৯৩৮ নম্বরের ট্রাকটি তাঁদের অভিযানে ধরা পড়েছে৷ কয়লাগুলির কোনও বৈধ নথিপত্র দর্শাতে না পারায় এর চালক কাছাড় জেলার কালাইন এলাকার কাটিগড়া সংলগ্ণ রতনপুর গ্রামের জনৈক সিদ্দেক আলির বছর ২৫-এর ছেলে আজাদ হুসেনকে আটক করা হয়েছে৷ খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে আসেন বাজারিছড়া থানার ওসি বিএন মালসেম থিক৷ পরে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আজাদের বিরুদ্ধে এক মামলা রুজু করে তাকে গ্রেফতার করা হয়েছে৷
ইনচার্জ মিন্টু শীল জানান, পুলিশি জেরায় ধৃত আজাদ নাকি বলেছে, কয়লাগুলি উমরাংসো (মেঘালয়ের সীমান্ত এলাকা অসমের ডিমা হাসাও জেলা) থেকে দালালদের মারফত সে তার ট্রাকে বোঝাই করে ত্রিপুরার এক চা বাগানে পৌঁছতে যাচ্ছিল৷ তার ট্রাকে প্রায় ২২ টন কয়লা রয়েছে৷
তিনি জানান, আজ ধৃত চালককে আদালতে পেশ করে করিমগঞ্জের জেলা কারাগারে পাঠানো হয়েছে৷