BRAKING NEWS

পানীয় জলের দাবীতে পথ অবরোধ উদয়পুরে

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৯ জুলাই৷৷ পানীয় জলের দাবিতে পথ অবরোধ করলেন গোমতী জেলার পূর্ব গোকুলপুর এলাকার ১নং কালীটিলার বাসিন্দারা সকাল থেকেই এলাকার মহিলারা জলের দাবিতে রাস্তায় নামেন৷ তাদের অভিযোগ দীর্ঘদিন ধরেই তারা পানীয় জলের সমস্যায় ভুগছেন৷ গত পক্ষকাল ধরে সমস্যা চরম থেকে চমরতর আকার ধারণ করেছে৷ পরিশ্রুত পানীয় জল সরবরাহ না করায় অপরিশ্রুত জল পান করে এলাকার মানুষ জলবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন৷


পূর্ব গকুলপুরের ১নং টিলা এলাকায় বিকল্প পানীয় জলের তেমন কোন ব্যবস্থাও নেই৷ ফলে ওই এলাকার মানুষজন সমস্যায় পড়েছেন৷ বিষয়টি নিয়ে এলাকার জনগণ বহুবার স্থানীয় প্রশাসন এবং নেতাদের কাছে অনুরোধ জানিয়েছেন৷ কিন্তু আশ্বাস বাণী ছাড়া ওই এলাকায় পরিশ্রুত পানীয় জল সরবরাহ নিয়মিত করার তেমন কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি৷ এর ফলে সমস্যা দিনের পর দিন বেড়েই চলেছে৷ অবিলম্বে এলাকায় নিয়মিত পরিশ্রুত পানীয় জল সরবরাহের প্রতিশ্রুতি না মিললে তারা পথ অবরোধ প্রত্যাহার করবেন না বলে হুঁশিয়ারি দেন৷ অবরোধের খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা সেখানে ছুটে যান৷ এলাকার পাম্প অপারেটার ক্ষুব্ধ জনতার রোষের মুখে পড়েন৷


সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাম্প অপারেটার জানান, মাঝেমধ্যে জল উত্তোলক পাম্প মেশিনটি বিকল হয়ে পড়ে৷ এর ফলে অনেক সময় জল সরবরাহ করা সম্ভব হয় না৷ তিনি আরও জানান, বর্তমানে বিদ্যুতের অভাবে পাম্প চালানো যাচ্ছে না৷ ওই এলাকার ট্রান্সফরমারটি বেশ কিছুদিন ধরেই বিকল হয়ে রয়েছে৷ ট্রান্সফরমার সাড়াই না হওয়া পর্যন্ত পাম্প মেশিন দিয়ে জল উত্তোলন এবং পাইপলাইনে জল সরবরাহ করা সম্ভব নয় বলে তিনি অভিমত ব্যক্ত করেছেন৷


এদিকে এ বিষয়ে প্রশাসনের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করা হলে ওই এলাকায় ট্রান্সফরমার সাড়াই করে দ্রুত বিদ্যুতের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়৷ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেই পানীয় জল সরবরাহ ব্যবস্থাও স্বাভাবিক হবে বলে জানানো হয়৷ উল্লেখ্য, পূর্ব গকুলপুর ১নং কালীটিলা এলাকায় পক্ষকাল ধরে পানীয় জলের সমস্যা চলতে থাকলেও টেঙ্কারে করে ওই এলাকায় জল সরবরাহের কোন ব্যবস্থা করা হয়নি৷ ফলে সমস্যা আরও জটিল আকার ধারণ করেছে৷ অবিলম্বে বিকল্প কোনও ব্যবস্থা গৃহীত না হলে আন্দোলনকারীরা আরও বৃহত্তর আন্দোলনে শামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *