
প্রতাপগড় (উত্তরপ্রদেশ), ১৫ জুলাই (হি.স.) : উত্তরপ্রদেশের প্রতাপগড়ের জেথওয়াড়া এলাকায় সোমবার স্থানীয় বিশ্বহিন্দু পরিষদের (ভিএইচপি) নেতাকে গুলি করে খুন করল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিরা।
পেশায় আইনজীবী বছর ৩৮-এর ওম মিশ্র প্রণব বাইককে করে যাচ্ছিলেন। সেই সময় অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতিরা তার উপর হামলা চালিয়ে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপরই ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতিরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ওম মিশ্র প্রণবকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। গোটা ঘটনার তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ। মৃতদেহটিকে ময়নাতদন্তে পাঠিয়ে দেওয়া হয়েছে। বিশ্বহিন্দু পরিষদের কুন্দা তহশিলের সভাপতি ছিলেন ওম মিশ্র প্রণব। এই হত্যাকাণ্ডের জেরে জেলাশাসকের দফতরের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় আইনজীবীরা। পাশাপাশি অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি সরব হয়েছে তারা।এর জেরে গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
