BRAKING NEWS

উইম্বলডনের মহিলা সিঙ্গলসের সেমিফাইনালে সেরেনা, শেষ চারে হালেপও

লন্ডন, ১০ জুলাই (হি.স.) : উইম্বলডনের মহিলা সিঙ্গলসের সেমিফাইনালে উঠলেন সেরেনা উইলিয়ামস৷ কোয়ার্টার ফাইনালের বাধা টপকালেন প্রাক্তন এক নম্বর টেনিস তারকা সিমোনা হালেপও৷ ২৩টি গ্র্যান্ড স্লামজয়ী একাদশ বাছাই সেরেনা কোয়ার্টার ফাইনালে পরাজিত করেন স্বদেশীয় অ্যালিসন রিস্ককে৷ বিশ্ব ব়্যাঙ্কিংয়ের ৫৫ নম্বরে থাকা আবাছাই রিস্কের বিরুদ্ধে ২ ঘণ্টা ১ মিনিটের লড়াইয়ে একটি সেট খোয়াতে হয় সেরেনাকে৷

প্রথম সেট ৬-৪ গেমে জিতে নেন সেরেনা৷ দ্বিতীয় সেটে ৪-৬ গেমে হার মানেন তিনি৷ নির্নায়ক সেটে অবশ্য কোনও ভুল করেননি ৬ বারের উইম্বলডনের চ্যাম্পিয়ন উইলিয়ামস৷ তৃতীয় সেটে ৬-৩ গেমে তিনি উড়িয়ে দেন অ্যালিসনকে৷ সেমিফাইনালে সেরেনা মুখোমুখি হবেন চেক প্রজাতন্ত্রের বার্বোরা স্ট্রাইকোভার৷ বিশ্বের ৪৪ নম্বর আবাছাই চেক তারকা অপর কোয়ার্টার ফাইনালে পরাস্ত করেছেন ১৯ নম্বর বাছাই ব্রিটিশ তরুণী জোহানা কোন্তাকে৷ ১ ঘণ্টা ৩৭ মিনিটের লড়াইয়ে স্ট্রাইকোভা ম্যাচ জেতেন ৭-৬ (৭/৫), ৬-১ সেটে৷

অন্যদিকে সেমিফাইনালে উঠেছেন সপ্তম বাছাই রোমানিয়ান তারকা সিমোনা হালেপও৷ কোয়ার্টার ফাইনালে প্রাক্তন এক নম্বর হালেপ পরাজিত করেন চিনের শুই ঝ্যাংকে৷ প্রায় স্ট্রাইকোভার ঢংয়েই ঝ্যাংকে পরাস্ত করেন হালেপ৷ ১ ঘণ্টা ২৭ মিনিটের লড়াইয়ে হালেপ টাই-ব্রেকারে প্রথম সেট জেতেন ৭-৬ (৭/৪) গেমে৷ দ্বিতীয় সেটে ৬-১ গেমে চিনা প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে শেষ চারে জায়গা করে নেন সিমোনা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *