নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই ৷৷ গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা রবিবার আগরতলায় উজ্জ্বয়ন্ত মার্কেটে প্রবীণ পত্তনে অনুষ্ঠিত হয়৷ বার্ষিক সাধারণ সভায় পেনশনারদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়৷ গত এক বছরের সাংগঠনিক কাজকর্ম নিয়ে বিস্তারিত আলোচনা ছাড়াও পেনশনারদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়৷

রাজ্য সরকার রাজ্যের সরকারি কর্মচারী এবং পেনশনারদের দাবিদাওয়া পূরণে আন্তরিক বলে দাবি করলেও পেনশনাররা নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বলে অভিযোগ করা হয়েছে৷ গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়৷ রাজ্য সরকারের কাছে পেনশনারদের যেসব দাবিসনদ পেশ করা হয়েছিল সেগুলি সম্পর্কে সরকার আন্তরিকতা পরিচয় দেয়নি বলে অভিযোগ৷ সে কারণেই পেনশনাররা নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনের পথে পা বাড়াচ্ছে৷
রবিবার প্রবীণ পত্তনে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় সংগঠনের দুই শতাধিক সদস্য সমবেত হন৷ তারা পেনশনারদের বিভিন্ন সমস্যা এবং দাবিদাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন৷ প্রধান সম্পাদক সুবোধ চন্দ্র দেবরায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান গত এক বছরে সংগঠনের কাজকর্ম সাধারণ সভায় উপস্থাপন করা হয়েছে৷ সংগঠনের সদস্যরা নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে ধাপে ধাপে আন্দোলনে শামিল হওয়ার বিষয়ে মতামত ব্যক্ত করেছেন৷
এরই পরিপ্রেক্ষিতে পেনশনারদের দাবিদাওয়া নিয়ে শীঘ্রই রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন দপ্তরের অধিকর্তা এবং সচিবদের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হবে৷ রাজ্য সরকার পেনশনারদের প্রতি সহানুভূতিশীল না হলে তারা বৃহত্তর আন্দোলনে শামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷ প্রাথমিক পর্যায়ে ডেপুটেশন প্রদান করা হলেও দাবি পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনে শামিল হবে জানিয়েছেন৷ গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরেই তাদের বেশ কিছু দাবিদাওয়া নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কথাবার্তা বলে চলেছে৷ কিন্তু প্রতিশ্রুতি ছাড়া তেমন কোন দাবিই পূরণ হয়নি৷ সে কারণেই পেনশনাররা এখন আর চুপ করে বসে থাকতে চান না৷

