নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই ৷৷ ত্রিপুরার দক্ষিণ জেলার প্রান্তিক শহর সাব্রুম থেকে বাংলাদেশের সমুদ্র তীরবর্তী কক্সবাজার পর্যন্ত বাস পরিষেবা চালু করার জন্য কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখবে ত্রিপুরা সরকার৷ আজ শুক্রবার বিকেলে এ-কথা জানান মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব৷
আগরতলার প্রজ্ঞাভবনে ’টাউনশিপ স্কিম ইন আগরতলা সিটি’ নামক প্রকল্পের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীবিপ্লব কুমার দেব৷ অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে মুখ্যমন্ত্রী এ-কথা জানান৷ তিনি আর জানান, ত্রিপুরা সরকার পর্যটনের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে৷ পর্যটন প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার সাব্রুম শহরের পাশে ভারত-বাংলাদেশ সীমান্তে ফেণী নদীর উপর ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে সংযোগকারী সেতু তৈরি হচ্ছে৷ এই সেতু তৈরি হয়ে গেলে এশিয়ার দীর্ঘতম সমুদ্রসৈকত বাংলাদেশের কক্সবাজার, যার দৈর্ঘ্য ১০০ কিমি-এর বেশি৷
সাব্রুম থেকে এই সৈকতের দূরত্ব মাত্র ৭০ কিমি৷ এই রাস্তায় বাস চালালে মাত্র দুই ঘণ্টায় সাব্রুম থেকে কক্সবাজার পৌঁছে যাওয়া যাবে৷ যদি যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা হয় তবে ত্রিপুরারবাসীকে সমুদ্র দেখার জন্য দেড় দুই হাজার কিমি দূরে ভারতের অন্য শহরে যেতে হবে না, তখন তাঁরা কক্সবাজার যাবেন৷ এর ফলে বাংলাদেশেরও আর্থিক লাভ হবে৷ সমুদ্রসৈকত দেখতে গেলে মানুষ সেখানে কেনাকাটা করবেন৷ তাই মানুষের সুবিধার কথা চিন্তা করে সরাসরি বাস পরিষেবা চালুর জন্য কেন্দ্রকে চিঠি দেবেন৷
আজকের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র ড় প্রফুল্লজিৎ সিনহা-সহ অন্যান্য আধিকারিকরা৷ বর্তমানে আগরতলা থেকে বাংলাদেশের রাজধানী ঢাকা হয়ে কলকাতা পর্যন্ত সরাসরি বাস পরিষেবা রয়েছে৷