ইন্দোর, ২৩ জুন (হি. স.) : মধ্য প্রদেশের ইন্দোরে মহারাজা যশোবন্ত রাও হাসপাতালে প্রবল জ্বরে আক্রান্ত হয়ে নয় বছরের এক বালকের মৃত্যু হয়েছে রবিবার। ঘটনার পর থেকে বিহারের এনসেফেলাইটিসের আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। যদিও, চিকিত্সকের পরামর্শ না মেনেই হাসপাতাল থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার পর শিশুটির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে, এনসেফেলাইটিসের থেকে ওই নাবালকের জ্বরের লক্ষণগুলি আলাদা ছিল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
শনিবারই প্রচন্ড জ্বর নিয়ে ইন্দোরে মহারাজা যশোবন্ত রাও হাসপাতালে ভর্তি হয় ৯ বছর বয়সী এক বালক। সঙ্কটজনক অবস্থায় নাবালককে হাসপাতালে নিয়ে আসা হলে তাকে তৎক্ষণাৎ আইসিইউ-তে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়। এরপর, এদিন হাসপাতালের পরামর্শ না মেনে তাকে ছাড়িয়ে নিয়ে যান নাবালকের পরিবারের সদস্যরা। মহারাজা যশোবন্ত রাও হাসপাতালের সুপারিনটেনডেন্ট পিএস ঠাকুর জানিয়েছেন, “শিশুটিকে গুরুতর অবস্থায় হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয়েছিল। তার বাড়ির লোকেরা আজ দুপুরে তাকে ফিরিয়ে নিয়ে গেছে। পরে ওর মৃত্যুর খবর পাই আমরা।” এদিন তিনি বলেন, “৯ বছরের ওই বালকের জ্বরের লক্ষণগুলি অ্যাকিউট এনসেফালাইটিস সিন্ড্রোম (এইএস)-এর লক্ষণ থেকে আলাদা। আমি জনসাধারণকে অনুরোধ করব, এ ব্যাপারে কোনও গুজব ছড়াবেন না। শিশুটির রক্তের নমুনা আমাদের কাছে রয়েছে, যা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সোমবারের মধ্যে রক্ত প্রতীক্ষার রিপোর্ট পাওয়া যাবে।”