লংতরাইভ্যালীতে ম্যালেরিয়ার প্রকোপ, মৃত ১ শিশু, আক্রান্ত ১৮

নিজস্ব প্রতিনিধি, ৮২ মাইল, ২০ জুন ৷৷ বর্ষার আগমনীতে ধলাই জেলায় ম্যালেরিয়ার প্রকোপ দেখা দিয়েছে৷ লংতরাইভ্যালী মহকুমায় ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে৷ শুধু তাই নয়, মহকুমা জুড়ে ১৮ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন৷ কিন্তু, স্বাস্থ্য দপ্তরের কোন হেলদোল লক্ষ্য করা যাচ্ছে না৷ ফলে, লংতরাইভ্যালীতে ম্যালেরিয়া মারাত্মক আকার ধারন করতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে৷

গত ৪৮ ঘন্টায় লংতরাইভ্যালীর মহকুমায় ১৮ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন৷ পশ্চিম গোবিন্দবাড়ি, উত্তর লংতরাই, দেবছড়া এলাকায় ম্যালেরিয়ায় প্রকোপ দেখা দিয়েছে৷ আজ ভোরে পূর্ব গোবিন্দবাড়ি গ্রাম পঞ্চায়েতের ওয়াদক ছড়া গ্রামে ভালি ত্রিপুরার ছয় বছরের কন্যা বর্ণমালা ত্রিপুরা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে৷ জানা গেছে, গত ৪ চার দিন ধরে শিশুটি প্রচন্ড জ্বরে ভুগছিল৷ কিন্তু, টাকার অভাবে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি৷ আজ ভোরে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে৷

লংতরাইভ্যালী মহকুমায় ওই এলাকাগুলিতে আরও অনেকে ম্যালেরিয়ায় আক্রান্ত বলে সূত্র অনুসারে জানা গেছে৷ তাঁরাও টাকার অভাবে হাসপাতালে যেতে পারছেন না৷ মঙ্গলবার ম্যালেরিয়ায় আক্রান্ত ১০ জন রোগীকে ছাওমনুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে৷ তাদের চিকিৎসা চলছে৷ এদিকে, আজ পূর্ব গোবিন্দ বাড়ি এলাকায় একটি স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়েছে৷ তবে, সমগ্র লংতরাই মহকুমায় অতিশীঘ্রই স্বাস্থ্য শিবির জরুরি হয়ে পড়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *