আমরোহ (উত্তর প্রদেশ), ১১ জুন (হি.স.): উত্তর প্রদেশের আমরোহ জেলায় গঙ্গায় স্নান করার সময় তলিয়ে গেলেন একই পরিবারের ৭ জন সদস্য| গঙ্গায় তলিয়ে যাওয়া ৭ জনের মধ্যে ইতিমধ্যেই পাঁচজনের মৃত্যু হয়েছে, এছাড়াও মঙ্গলবার দুপুর পর্যন্ত নিখোঁজ রয়েছেন আরও দু’জন| মৃতদের নাম হল, বান্টি (২১), সঞ্জীব (১৮), বিপিন (২১), মনোজ (২০) এবং সঞ্জীব (১৭)| এছাড়াও নিখোঁজ রয়েছেন গৌতম (২০) এবং ধর্মেন্দ্র (১৬) নামে ওই পরিবারের দু’জন সদস্য| সার্কেল অফিসার (ধানাউরা) মোনিকা যাদব জানিয়েছেন, ‘মুণ্ডন’ অনুষ্ঠান শেষে সোমবার আমরোহ জেলার বৃজঘাটে গঙ্গায় স্নান করছিলেন একই পরিবারের বেশ কয়েকজন সদস্য| তাঁদের বাড়ি লুহারি গ্রামে| গঙ্গায় স্নান করার সময় হঠাত্ই তাঁদের মধ্যে দু’জন গঙ্গায় তলিয়ে যায়| ওই দু’জনকে বাঁচাতে গঙ্গায় ঝাঁপিয়ে পড়েন আরও পাঁচজন|
সার্কেল অফিসার আরও জানিয়েছেন, গঙ্গায় তলিয়ে গিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে| এছাড়াও নিখোঁজ রয়েছেন আরও দু’জন| জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-র একটি টিম নিখোঁজ দু’জনের খোঁজ চালাচ্ছে| এই ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়ে মৃতদের পরিবারের প্রতি শোকজ্ঞাপন করেছেন জেলা শাসক উমেশ মিশ্র|