হাসপাতালে প্রেগনেন্সি রিপোর্ট না রাখলে কড়া ব্যবস্থার হুশিয়ারী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে৷৷ রাজ্যের সমস্ত হাসপাতালে মেডিক্যাল টার্মিনেশন অব প্রেগনেন্সি (এমটিপি) রেজিস্টার সঠিকভাবে বজায় রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর৷ স্বাস্থ্য অধিকর্তা এক বিজ্ঞপ্তি জারি করে বলেছেন, হাসপাতালগুলিতে ওপিডি এবং আপিডি রেজিস্টার সঠিকভাবে বজায় রাখার পাশাপাশি মেডিক্যাল টার্মিনেশন অব প্রেগনেন্সি রেজিস্টারও সেইভাবেই বজায় রাখতে হবে৷
স্বাস্থ্য দপ্তরের জনৈক আধিকারিকের কথায়, মেডিক্যাল টার্মিনেশন অব প্রেগনেন্সি রেজিস্টারে ত্রিপুরার বেশিরভাগ হাসপাতালে সঠিকভাবে রোগীদের পুরো তথ্য উল্লেখ থাকে না৷ অনেক ক্ষেত্রে ওই রেজিস্টারগুলি মাসের পর মাস কোন রোগীর তথ্য নথিভুক্ত হওয়া ছাড়াই পড়ে থাকে৷


সম্প্রতি বীরচন্দ্র মনু প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে অবৈধভাবে গর্ভপাতের সময় চিকিৎসককে হাতেনাতে ধরে ফেলেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন৷ ওই ঘটনায় মেডিক্যাল টার্মিনেশন অব প্রেগনেন্সি রেজিস্টারে কোনও রোগীর তথ্য ছিল না৷ স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছেন, খোঁজ নিয়ে অবাক হয়েছি, অধিকাংশ হাসপাতালেই মেডিক্যাল টার্মিনেশন অব প্রেগনেন্সি রেজিস্টারে কিছু থাকে না৷ কিন্তু, এখন থেকে তা বরদাস্ত করা হবে না৷ ওই ধরনের চিকিৎসায় রোগীর চিকিৎসা শুরুর আগেই সমস্ত তথ্য রেজিস্টারে উল্লেখ করতে হবে৷ রেজিস্টারের প্রতিনিয়ত রোগীর তথ্য তোলা হচ্ছে কিনা, সে-বিষয়ে নজরদারী চালাবে স্বাস্থ্য দপ্তর৷ কোনও ধরনের অনিয়ম ধরা পড়লে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে স্বাস্থ্য অধিকর্তা সতর্ক করেছেন৷