কৈলাসহরে দিনদুপুরে ৫০ হাজার টাকা ছিনতাই

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২২ মে৷৷ উনকোটি জেলার কৈলাসহরে চুরি ছিনতাইয়ের ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে৷ পরপর এসব ঘটনা ঘটলেও পুলিশ ঠুটো জগন্নাথের ভূমিকায়৷ তাতে কৈলাসহর শহর ও শহরতলী এলাকায় নিরাপত্তা নিয়ে জনমনে সংশয় ক্রমশ বাড়ছে৷ বুধবার কৈলাসহরের দক্ষিণ কাচের ঘাট বাসিন্দা সুনিল চন্দ্র দেবের কাছ থেকে ৫০ হাজার টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগ৷ জানা যায় অবসর প্রাপ্ত কর্মী সুনিল চন্দ্র দেব বুধবার দুপুর নাগাদ কৈলাসহর এসবিআই থেকে ৫০ হাজার টাকা তুলেন৷ টাকা নিয়ে তিনি বাজারে সবজি কিনতে গিয়েছিলেন৷

তার হাতে দুটি ব্যাগ ছিল একটি ব্যাগে ছিল সবজি, আরেকটি ব্যাগে ছিল টাকা৷ হঠাৎ তিনি লক্ষ্য করেন ব্যাগ থেকে টাকা উধাও হয়ে গেছে৷ তাতে সুনিল বাবুর মাথা চড়ক গাছ হওয়ার উপক্রম৷ বিষয়টি তিনি বাজারের ব্যাবসায়ীদের জানান৷ খবর পাঠানো হয় কৈলাসহর থানার পুলিশকে৷ খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ সবজি বাজারে ছুটে আসে তল্লাশি চালিয়েও টাকার কোন হদিশ পায়নি পুলিশ৷ ঘঠনাটি কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ আশঙ্কা করা হচ্ছে ব্যাঙ্ক থেকে টাকা তোলার সময় হয়তো ছিনতাইবাজরা তার দিকে নজর রেখে চলছিল৷

সুযোগ পেয়েই টাকা হাতিয়ে নিয়েছে তারা৷ এদিকে গত কিছুদিন আগে পরপর আরও দুটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে কৈলাসহরে৷ অবসরপ্রাপ্ত এক সরকারী কর্মচারী ইউবিআই ব্রাঞ্চ থেকে ৯০ হাজার টাকা তুলে বাড়িতে নিয়ে যাচ্ছিলেন৷ ঐসময় তার কাছ থেকে টাকা ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইবাজরা৷ এর কয়েকদিন পরেই অপর এক যুবক স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক থেকে ৪২ হাজার টাকা তুলে বাইকে করে যাচ্ছিল৷ শহরের বিদ্যানগরে পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য গেলে সেখান থেকে তার ঐ টাকা ছিনতাই করে নিয়ে যায়৷ পরপর এসব ছিনতাইয়ের ঘটনা কৈলাসহরে পুলিশের অস্তিত্বকেই প্রশ্ণ চিহ্ণে দাঁড় করিয়েছে৷ কৈলাসহর শহর ও শহরতলী এলাকায় পুলিশের টহল বৃদ্ধি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য জোরালো দাবি উঠেছে৷