নয়াদিল্লি, ১৯ মে (হি.স.): রবিবার, লোকসভা নির্বাচনের অন্তিম দফার ভোটের দিন নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেস এবং তেলুগু দেশম পার্টি (টিডিপি)| তৃণমূলের অভিযোগ, প্রধানমন্ত্রীর কেদারনাথ যাত্রার খবর সর্বভারতীয় ও স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলিতে রবিবারও দেখানো হয়েছে|
নির্বাচন কমিশনের কাছে পাঠানো চিঠিতে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন লিখেছেন, ‘শেষ দফার ভোটের প্রচার গত ১৭ মে সন্ধ্যায় শেষ হয়ে গেলেও, গত দু’দিন ধরে সর্বভারতীয় ও স্থানীয় টিভি চ্যানেলগুলিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেদারনাথ যাত্রার প্রচার হচ্ছে| এটা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে| এটা বন্ধ করতে অবিলম্বে ব্যবস্থা নিন|’
তৃণমূলের পাশাপাশি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ এনেছে তেলুগু দেশম পার্টি (টিডিপি)-ও| নির্বাচন কমিশনকে লেখা চিঠিতে টিডিপি উল্লেখ করেছে, ‘সরকারি সফরের অঙ্গ হিসেবে বদ্রীনাথ এবং কেদারনাথে গিয়েছেন প্রধানমন্ত্রী| অথচ সফর চলাকালীন তাঁর ব্যক্তিগত কার্যক্রমের লাগাতার প্রচার চালানো হচ্ছে| যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের সামিল|’