BRAKING NEWS

রেস্টুরেন্টে পুলিশের অভিযান, আটক দুই জোড়া যুবক-যুবতী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে৷৷ অনৈতিক কাজকর্মের অভিযোগে রাজধানী আগরতলায় একটি রেস্টুরেন্টে পুলিশ অভিযান চালায়৷ অভিযানে পুলিশ সন্দেহভাজন দুই জোড়া যুবক-যুবতীকে আটক করেছে৷ মঙ্গলবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে৷জানা গেছে, আজ দুপুরে ক্রাইম অ্যাগেনস্ট উইমেনসেলের ডিএসপি কোয়েল দেববর্মার নেতৃত্বে ওই রেস্টুরেন্টে অভিযান চালায় পুলিশ৷

অভিযানে পুলিশ দুই জোড়া যুবক-যুবতীকে আটক করে৷ সামাজিক অবস্থানের কথা মাথায় রেখে ধৃতদের পরিচয় খোলসা করেননি ডিএসপি কোয়েল দেববর্মা৷ তবে এরা রাজধানীর সম্ভ্রান্ত পরিবারের সদস্য বলে জানান ডিএসপি৷ তিনি জানান, রাজধানীর বেশ কয়েকটি রেস্টুরেন্টে অনৈতিক কাজকর্ম চলছে৷ এখন একের পর এক রেস্টুরেন্টে হানা দেওয়া হবে৷ তিনি আরও জানান, আজকের অভিযান পূর্ব পরিকল্পিতভাবেই চালানো হয়েছে৷ আগামী দিনে এ-ধরনের অভিযান জারি থাকবে বলেও জানান তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *