লখনউ, ১ মে (হি.স.) : উত্তরপ্রদেশের লখনউতে নির্বাচনী প্রচারে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-এর বিরুদ্ধে নজিরবিহীন আক্রমণ শানালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা। রাজনাথ সিং একজন দুর্বল নেতা, এই নির্বাচনে জেতার কোনও যোগ্যতাই তাঁর নেই। বুধবার লখনউতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই জানালেন যশবন্ত সিনহা।
রাজনাথ সিং-র সঙ্গে নিজের সম্পর্কের স্মৃতিচারণা করতে গিয়ে যশবন্ত সিনহা বলেন, রাজনাথ সিং বিজেপির দুইবারের সভাপতি এবং অটলবিহারী বাজপেয়ীর সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বে ছিলেন। তাঁর সঙ্গে আমার ভাল সম্পর্ক। এরপরেই রাজনাথকে কটাক্ষ করে যশবন্ত সিনহা বলেন, বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রী হওয়া সত্বেও রাজনাথ সিং একজন দুর্বল নেতা। এই নির্বাচনে জেতার কোনও যোগ্যতা নেই তাঁর।
মোদী সরকারের ব্যর্থতাকে তুলে ধরে যশবন্ত সিনহা বলেন, গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে জনগণ থেকে আড়াল করে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। নোটবন্দি সব থেকে বড় দুর্নীতি। যেখানে ৩ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। সব কিছু জানা সত্বেও প্রশাসন একেবারে নীরব ছিল। প্রশাসন এবং দলের নেতারা এই দুর্নীতিতে যুক্ত ছিল। কেন্দ্রে নতুন সরকার গঠন হলে বিষয়টি নিয়ে তদন্ত করে দেখা উচিত এবং যারা যুক্ত তাদের শাস্তি পাওয়া উচিত। কেন্দ্রের জিএসটি প্রণয়নের সিদ্ধান্তকে কটাক্ষ করে যশবন্ত সিনহা বলেন, জিএসটি দেশের অর্থনীতিকে ধ্বংস করে ছেড়েছে। এতে করে বেকারত্বের পরিমাণ বেড়ে গিয়েছে। এমনকি নির্বাচন কমিশনও যে প্রধানমন্ত্রীর অঙ্গুলি হেলনে চলছে তাও দাবি করেছেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ।
এদিন লখনউতে সমাজবাদী পার্টির প্রার্থী পুণম সিনহা হয়ে প্রচার করেন যশবন্ত সিনহা।