আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত সাত

লখনউ, ২১ এপ্রিল (হি.স.) : উত্তরপ্রদেশে মইনপুরীর কাছে আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাককে ধাক্কা যাত্রীবোঝাই বাসের। নিহত সাত। পাশাপাশি গুরুতর আহত ৩৪। রবিবার ভোররাতে হওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বেশি বাড়তে পারে বলে জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকেরা।

পুলিশের তরফ থেকে জানানো হয়েছে বেসরকারি সংস্থার এই যাত্রীবোঝাই বাসটি দিল্লি থেকে উত্তরপ্রদেশের বারাণসীর দিকে যাচ্ছিল। এদিন ভোররাতে আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় ৮৭ কিলোমিটার লেখা মাইল ফলকের কাছে আসতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাককে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে বাসটি সামনের দিক একেবারে দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে। ঘটনাস্থলে আসে কারহাল থানার পুলিশ। আহতদের উদ্ধার করে এটাহের সইফাইতে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। পাশাপাশি মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনাস্থল থেকে বাসটি সরানোর জন্য নামানো হয় ক্রেন। ঘটনাস্থলে আসে জেলার পুলিশ সুপার অজয় শঙ্কর রায়। এই দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য যান চলাচল বিঘ্নিত হয় আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *