বি আর আম্বেদকরের জন্ম জয়ন্তি পালিত রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ এপ্রিল ৷৷ ভারতের সংবিধান প্রনেতা ডাঃ বি আর আম্বেদকরে ১২৯ তম জন্ম জয়ন্তী রবিবার রাজ্যেও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে৷ এ উপলক্ষ্যে মূল অনুষ্ঠানটি হয় রাজধানী আগরতলায় উজ্জ্বায়ন্ত প্রসদে বাবা সাহেবের মর্মর মূর্তির পাদদেশে৷ অনুষ্ঠানের অনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধানসভার অধ্যক্ষ রেবতিমোহন দাস৷

প্রভাত ফেরীর মধ্যদিয়ে রবিবার সকালে ভারতের সংবিধান প্রনেতা বাবা সাহেব ডঃ বিআর আম্বেদকরে ১২৯ তম জন্ম দিবসের আনুষ্ঠানিক সূচনা হয়৷ প্রভাতফেরীতে অংশ নেন বিভিন্ন সুকলের ছাত্রছাত্রীসহ সমাজের বিভিন্ন স্তরে মানুষজন৷ রাজ্য সরকারের তপশিলী জাতি কল্যান দপ্তরে উদ্যোগে উজ্জ্বয়ন্ত প্রসাদের সম্মুখভাগে ডঃ বি আর আম্বেদকরের মর্মর মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বেরতি মোহন দাস বলেন, বাবা সাহেব আম্বেদকর ছিলেন দলিত অংশের মানুষের মুক্তিদাতা৷ অস্পৃশ্যতা বিরোধী আন্দোলনের শ্রষ্ট্রা ছিলেন তিনি৷ অস্পৃশ্যতা বিরোধী আন্দোলন করতে গিয়ে তাঁকে নানা প্রতিষ্ঠানের সম্মুখীন হতে হয়েছে৷ ভারতের সংবিধান প্রনয়নে মুখ্য ভূমিকা পালন করেছেন ডঃ বি আর আম্বেদকর৷ তার জীবনাদর্শ নতুন প্রজন্মের সামনে তুলে ধরায় প্রয়োজনীয়তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন তিনি৷

সরকারী উ্যদাগে ডঃ বি আর আম্বেদকরের জন্মদিবস পালিত অনুষ্ঠানে সরকারী দপ্তরের আধিকারিকরা সহ অন্যান্য জনপ্রতিনিধি ও সমাজসেবী সহ বিভিন্ন সুকলের ছাত্রছাত্রীরা অংশ গ্রহণ করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *