বিশালগড়ে প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহার বাড়ির পাশে তাজা বোমা উদ্ধারে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,৭ এপ্রিল৷৷ রবিবার প্রকাশ্য দিবালোকে প্রাক্তন মন্ত্রী বর্ষীয়ান সিপিআইএম নেতা ভানুলাল সাহার বিশালগড়স্থিত বাড়ির পাশে কে বা কারা তাজা বোমা রেখে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ পাশ্ববর্তী বাড়ির এক মহিলা বোমাটি দেখে ফেলায় অল্পেতে রক্ষা মিলেছে৷ কোন কারণে বিস্ফোরণ ঘটলে ভয়াঙ্কর আকার ধারণ করতে বলে অভিমত ব্যাক্ত করেছেন স্থায়ীয়রা৷ নির্বাচন যতই এগিয়ে আসছে সন্ত্রাসের মাত্রা ততটা তীব্র হচ্ছে৷ ফের বোমাতঙ্কে চাঞ্চল্য ছড়িয়েছে বিশালগড়ে৷ রবিবার বিকেল সাড়ে চারটা নাগাদ বোমা নিক্ষেপ হয়েছে বিধায়ক ভানুলাল সাহার দেওয়াল ঘেঁসা বাড়ি দুলদুল সেন গুপ্তের বাড়িতে৷

যদিও বোমাটি বিস্ফোরণ হয়নি৷ তরতাজা বোমা দেখে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন গৃহিনী স্মৃতি সেনগুপ্ত৷ তার চিৎিকারে ছুটে আসেন পাড়া পড়শিরা৷ ছুটে আসে বিশালগড় থানার পুলিশও৷ পরে বোমাটি নিস্ক্রীয় করে থানায় নিয়ে যায় পুলিশ৷ ঘটনার পরিপ্রেক্ষিতে বিধায়ক ভানুলাল সাহা বলেন, রবিবার বিকেল নাগাদ তাঁর বাড়িসংলগ্ণ বাউন্ডারির পাশে কে বা কারা তাজা বোমাটি রেখে যায়৷ এটি বিস্ফোরিত হলে ভয়ঙ্কর আকার ধারণ করতে পারত৷ এলাকায় অশান্তির পরিবেশ কায়েম করার লক্ষ্যেই এধরনের চক্রান্ত লিপ্ত হয়েছে চক্রান্তকারীরা৷ পরিবেশকে বিষিয়ে তুলে, আতঙ্কগ্রস্ত করে তুলে, ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টির চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা৷ তিনি বলেন, বিধানসভা কেন্দ্রের এই এলাকাতে সিপিএমের প্রভাব সবচেয়ে বেশি৷
এখানকার ৮০ শতাংশ ভোটর সিপিএমের৷ সে কারণেই গত কিছুদিনের মধ্যে ৫টি স্থানে বোমা নিক্ষেপ করে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হয়েছে৷ প্রথম চারটি ক্ষেত্রে রাতের বেলা বোমা নিক্ষেপ করা হয়৷ রবিবার প্রকাশ্য দিবালোকেই তাজা বোমা রেখে যায় আতঙ্ক সৃষ্টিকারীরা৷ এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন প্রাক্তন মন্ত্রী ও বর্ষীয়ান সিপিআইএম নেতা ভানুলাল সাহা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *