কংগ্রেস সিপিএম দোস্তি করে ধোকা দিয়ে চলছে, উদয়পুরে মোদি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা ও উদয়পুর, ৭ এপ্রিল ৷৷ লোকসভা নির্বাচনের ভোট প্রচারে ঝটিকা সফরে রাজ্যে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কংগ্রেস ও সিপিএমের বিরুদ্ধে তীব্র বিষোদ্গার করে গেলেন৷ উদয়পুরে বিজেপির এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্র মোদি বলেন, কংগ্রেস ও সিপিএম দোস্তি করে মানুষকে ধোকা দিচ্ছে৷ তিনি দুটি দলের নীতি আদর্শ নিয়েও সওয়াল করেছেন৷


সপ্তদশ লোকসভা নির্বাচন প্রচারে রবিবার রাজ্যে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এইদিন তিনি এমবিবি বিমান বন্দর থেকে সোজা চলে যান মন্দির নগরী উদয়পুরে৷ উদয়পুরে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেখান থেকে সড়ক পথে যান সমবেশ স্থলে৷ উদয়পুর স্পোর্টস কাউন্সিল মাঠে হয় নির্বাচনি সমাবেশ৷ এই সমাবেশকে কেন্দ্র করে এইদিন সকাল থেকে দলীয় কর্মী সমর্থকরা ভীড় জমান সমাবেশ স্থলে৷ একথায় জনপ্লাবন ঘটে মন্দির নগরী উদয়পুরে৷ বহু কর্মী সমর্থক মাঠে স্থান না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে বক্তব্য শুনেন৷ এইদিন নির্বাচনি সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বিপুল জনসমাগম দেখে অভিভূত হন৷ তিনি বলেন, রাজ্যের মানুষের আসল স্বরূপ ফুটে উঠেছে৷ সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান তিনি৷

তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, সমগ্র দেশে পরিবর্তনে সর্ববৃহৎ প্রতীক ত্রিপুরা৷ এই রাজ্যের মানুষ দীর্ঘদিন ক্ষমতায় থাকা বিকাশ বিরোধী সরকারকে সরিয়ে নতুন সরকার রাজ্যে প্রতিষ্ঠিত করেছে৷ ইচ্ছা থাকলে পরিবর্তন সম্ভব, তা করে দেখিয়েছে রাজ্যের মানুষ৷ যার পরিপ্রেক্ষিত নতুন সরকার বড় পদক্ষেপ নিতে পারছে৷ দেশ এগোচ্ছে এটাই সহ্য হচ্ছে না বিরোধীদের৷ তারা একাট্টা হয়ে নির্বাচনে নেমেছে৷ কংগ্রেস এবং বামপন্থীরা মোদিকে হটাতে চেষ্টা চালাচ্ছে ৷ কখনো কখনো তারা পাকিস্তানের সুরে কথা বলছে৷ ত্রিপুরা এবং কেরলে এই দুটি দল পৃথকভাবে লড়াই করলেও তারা দিল্লিতে গিয়ে হাত মেলাচ্ছে ৷ রাজ্যে কোস্তি এবং দিল্লিতে দোস্তি করে প্রতিবাদ চালিয়ে এসেছে৷ পর্দার পেছন থেকে মানুষের চোখে ধূলো দেওয়ার চেষ্টা করছে, কিন্তু চৌকিদার ভারতের জন্য কাজ করে যাচ্ছে৷ নির্বাচনি সভায় এই কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷


সমগ্র উত্তর পূর্বাঞ্চলকে অনুন্নত রাখা হয়েছিলো৷ কেন্দ্রে ২০১৪ এনডিএ সরকার গঠনের পর উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের জন্য বিশেষ নজর দিয়েছে সরকার৷ প্রত্যেকটি রাজ্যের উন্নয়নের জন্য কাজ করেছে কেন্দ্রীয় সরকার৷ বামেদের প্রসঙ্গ টেনে বলেন, বামেদের সংবিধান দেশের সংবিধান চাইতেও বড়৷ একসময়ে বিপুল পরিমানে থাকা সাংসদ, মুখ্যমন্ত্রী এবং বিধায়কের দল বর্তমানে হারাচ্ছে৷ এরা জমি থেকে আন্দোলনের কথা বললেও তাদের স্থান এখন টেলিভিশনের পর্দায় বেশি পাওয়া যায়৷ দিশা নয় দশা ধরাতে তারা সিদ্ধ অস্ত্র৷ সাধারণের জন্য নয় নিজ স্বার্থের জন্য এরা কাজ করে৷ এই শক্তির থেকে দুরে থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার চলছে৷ কমিশন ক্ষোর, মধ্যস্থ্যতা কারি ও দুষ্টদের দিন শেষ হয়েছে৷ নির্বাচনে পূর্বে দেওয়া হীরার স্বপ্ণ পূরনে কাজ চলছে৷ এই কাজকে ত্বরান্নিত করতে রাজ্যের দুটি আসনে বিজেপি প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷


এইদিনের নির্বাচনি জন সমাবেশে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, রাজ্য প্রভারী সুনীল দেওধর৷ পূর্ব এবং পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থী বেরতী কুমার ত্রিপুরা এবং প্রতিমা ভৌমিক সহ অন্যান্যরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *