নির্বাচন ঘোষণার পর থেকে এ পর্যন্ত ১৪৪৫টি ওয়ারেন্ট কার্যকর করা হয়েছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল৷৷ নির্বাচন ঘোষণার পর বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগে এবং রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত রাজ্যের বিভিন্ন থানায় ৪৭টি মামলা নেওয়া হয়েছে৷ গ্রেপ্তার করা হয়েছে ৭ জনকে৷

আজ সন্ধ্যায় রাজ্য পুলিশের সদর দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে এ আই জি (আইন শৃঙ্খলা) সুুবত চক্রবর্তী এই সংবাদ জানান৷ সাংবাদিক সম্মেলনে তিনি জানান, গতকাল রাজ্যের বিভিন্ন থানায় আরও প’াশটি ওয়ারেন্ট কার্যকর করা হয়েছে৷ উল্লেখ্য, ১০ মার্চ নির্বাচন ঘোষণার পর থেকে এ পর্যন্ত ১৪৪৫টি ওয়ারেন্ট কার্যকর করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *