কেরল এবং পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীদের নির্বিচারে হত্যা করা হয়েছে : প্রধানমন্ত্রী

সুন্দরগড়, ৬ এপ্রিল (হি.স.) : কংগ্রেসের গঠনতন্ত্রকে তীব্র কটাক্ষ করে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওডিশার সুন্দরগড়ে জনসভায় প্রধানমন্ত্রী বলেন, দলীয় কর্মীদের ঘাম, রক্তের মাধ্যমে বিজেপি গড়ে উঠেছে। অন্যদিকে কিছু দল রয়েছে (কংগ্রেস) যারা পরিবারতন্ত্র এবং টাকা দিয়ে নির্মিত হয়েছে। কেরল এবং পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীদের নির্বিচারে হত্যা করা হয়েছে।

শনিবার প্রধানমন্ত্রী বলেন, কিছু দল রয়েছে যারা পরিবারতন্ত্র এবং টাকা ভিত্তিতে নির্মিত হয়েছে। অন্যদিকের দলীয় কর্মীদের ঘাম ও রক্তের বিনিময় ভিত্তি তৈরি হয়েছে বিজেপির। দেশের জন্য নিরলস ভাবে পরিশ্রম করেই ক্ষান্ত থাকে বিজেপি কর্মীরা। তারা দেশের জন্য প্রাণও দিয়েছে। কেরল এবং পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীদের নির্বিচারে হত্যা করা হয়েছে। কিন্তু তবু না দমে দেশের কল্যাণের জন্য কাজ করে চলেছে বিজেপিকর্মীরা।

কেন্দ্রীয় প্রকল্প ওডিশায় সঠিক ভাবে রূপায়ণ না করার জন্য বিজু জনতা দল (বিজেডি)-কে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, বিজেডির উদ্দেশ্য ভাল নয়। যদি তাদের উদ্দেশ্য ভাল হত তবে আয়ুষ্মান ভারত থেকে উপকৃত হত রাজ্যের মানুষ। কৃষকেরা ফসলের ন্যা্য্য মূল্য পেত।

কেন্দ্রীয় প্রকল্প সম্পর্কে বলতে গিয়ে নরেন্দ্র মোদী বলেন, ‘আগে থেকে বিবেচনা করে প্রকল্পগুলি রুপায়ন করা হয় কেন্দ্রে। বিজেপির উদ্দেশ্যও ইতিবাচক। আর সেই জন্যই গরিব, প্রান্তিক, বঞ্চিতের জন্য কাজ করে চলেছে বিজেপি। সার্জিক্যাল স্ট্রাইক এবং এয়ারস্ট্রাইক করার সাহস এনডিএ-র আগে কোনও দল করে দেখাতে পারেনি।

বিজেপির প্রতিষ্ঠা দিবসে দলের সাফল্য তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, গোটা বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিজেপি। যে সকল জায়গায় বিজেপি উপস্থিতি ভাবা যেত না, সেই সকল অঞ্চলে পৌঁছিয়ে গিয়েছে বিজেপি। আজ সেই সকল অঞ্চলে বিজেপি নিজের ডানা মেলে ধরেছে। বিশ্বের সর্ববৃহদ গণতান্ত্রিক প্রতিষ্ঠান হচ্ছে বিজেপি। কংগ্রেস এবং কংগ্রেস থেকে গড়ে ওঠা দলগুলির প্রবল প্রতিপক্ষ হিসেবে উঠে এসেছে বিজেপি।

ওডিশার জন্য ২০১৯ সালের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, ওডিশায় লোকসভা এবং বিধানসভা নির্বাচন একই সঙ্গে হবে। ১১, ১৮, ২৩, ২৯ এপ্রিল চার দফায় ভোট হবে ওডিশায়। গণনা শুরু হবে ২৩ মে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *